ETV Bharat / sitara

"পিছনে ফিরে দেখার সময় শেষ, এবার সামনে এগোনোর পালা" - Abhishek bachchan changed personality

ইন্ডাস্ট্রিতে 20 বছর কাটিয়ে এটাই অভিষেক বচ্চনের উপলব্ধি । দু'দশক ইন্ডাস্ট্রিতে কাটিয়ে একেবারে নতুন অভিষেকের জন্ম হয়েছে ।

Abhishek bachchan changed personality
Abhishek bachchan changed personality
author img

By

Published : Jul 8, 2020, 11:54 AM IST

মুম্বই : 2000 সালে J.P. দত্তের 'রিফিউজি' ফিল্ম দিয়ে বলিউডে ডেবিউ করেন অভিষেক বচ্চন । কেটে গেছে 20 টা বছর । এত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে অনেক উত্থান-পতনের মুখে পড়েছেন তিনি । কিন্তু, আর পিছনে না দেখে সামনে এগিয়ে যেতে চান অভিনেতা ।

PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বলেন, "আমি যেদিন এই ইন্ডাস্ট্রিতে 20 বছর অতিক্রম করলাম, সেদিনই নিজেকে নিজে বললাম, পিছনে ফিরে দেখার সময় শেষ, এবার সামনে এগোনোর পালা ।"

তিনি আরও বলেন, "আমি জানি না আগামী ছ'মাসে আমি কী ধরনের কাজ করব । তবে এই মুহূর্তে প্রযোজক, পরিচালক আর দর্শক যে আমায় আমার পছন্দমতো কাজ করতে দিচ্ছেন সেই জন্য আমি খুশি । দর্শককে আমি দেখানোর সুযোগ পাব যে, আমি আলাদা কিছুও করতে পারি ।"

'ব্রিদ ইন্টু দ্য শ্যাডো' ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন অভিষেক । অভিষেকের সঙ্গে সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিত্যা মেনন । মেয়ে সিয়াকে খুঁজছে অবিনাশ আর আভা । সেই খোঁজার মধ্যে দিয়েই এগোবে টানটান এই থ্রিলার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আগামী 10 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'ব্রিদ ইন্টু দ্য শ্যাডো' ।

মুম্বই : 2000 সালে J.P. দত্তের 'রিফিউজি' ফিল্ম দিয়ে বলিউডে ডেবিউ করেন অভিষেক বচ্চন । কেটে গেছে 20 টা বছর । এত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে অনেক উত্থান-পতনের মুখে পড়েছেন তিনি । কিন্তু, আর পিছনে না দেখে সামনে এগিয়ে যেতে চান অভিনেতা ।

PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বলেন, "আমি যেদিন এই ইন্ডাস্ট্রিতে 20 বছর অতিক্রম করলাম, সেদিনই নিজেকে নিজে বললাম, পিছনে ফিরে দেখার সময় শেষ, এবার সামনে এগোনোর পালা ।"

তিনি আরও বলেন, "আমি জানি না আগামী ছ'মাসে আমি কী ধরনের কাজ করব । তবে এই মুহূর্তে প্রযোজক, পরিচালক আর দর্শক যে আমায় আমার পছন্দমতো কাজ করতে দিচ্ছেন সেই জন্য আমি খুশি । দর্শককে আমি দেখানোর সুযোগ পাব যে, আমি আলাদা কিছুও করতে পারি ।"

'ব্রিদ ইন্টু দ্য শ্যাডো' ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন অভিষেক । অভিষেকের সঙ্গে সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিত্যা মেনন । মেয়ে সিয়াকে খুঁজছে অবিনাশ আর আভা । সেই খোঁজার মধ্যে দিয়েই এগোবে টানটান এই থ্রিলার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আগামী 10 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'ব্রিদ ইন্টু দ্য শ্যাডো' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.