মুম্বই : এবার কমেডি ছবিতে একেবারে নতুন ভাবে দেখা যাবে ইমরান হাসমিকে । ছবির নাম 'সব ফার্স্ট ক্লাস'। এক সাধারণ মানুষের আশা ও স্বপ্নের কাহিনি তুলে ধরা হবে ছবিতে । পরিচালনায় বলবিন্দর সিং জানজুয়া ।
এই ছবি সম্পর্কে ইমরান বলেন, "সিনেমাটি এক সাধারণ মানুষকে কেন্দ্র করে । হাসি মজা থাকলেও এটা অত্যন্ত সংবেদনশীল একটি গল্প । নিজের চাহিদা ও স্বপ্ন পূরণ করতে সে কী কী করে তা নিয়েই তৈরি করা হচ্ছে 'সব ফার্স্ট ক্লাস'। নিজের ইচ্ছে পূরণ করার তাগিদে কীভাবে তার জীবনে সমস্যা নেমে আসে, সমাজের চোখে সে ছোটো হয়ে যায় এরপর সেই পরিস্থিতি থেকে কীভাবে সে বেরিয়ে আসে সবই দেখানো হবে । স্ক্রিপ্ট শোনার সময় খুবই মজা পেয়েছিলাম । আগে যতগুলি সিনেমা করেছি তার মধ্যে এটা একেবারেই আলাদা । আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করিনি ।"
লকডাউনের মধ্যে ছবির স্ক্রিপ্ট শুনেছিলেন ইমরান । তাও আবার ভিডিয়ো কলের মাধ্যমে । স্ক্রিপ্ট শোনার পরই ছবিটি করতে রাজি হয়ে যান তিনি । এ প্রসঙ্গে পরিচালক বলেন, "স্ক্রিপ্ট শোনার পর ইমরানের শরীরের ভাষা এমনই ছিল যে দেখে মনে হচ্ছিল তিনি ছবিটি করতে ইচ্ছুক । এই ছবি নিয়ে একাধিকবার ভিডিয়ো কলে আমাদের কথা হয়েছে । তার কয়েক সপ্তাহ পর ইমরান আমাকে ফোন করেন । তাঁর চিন্তাভাবনা আমার সঙ্গে শেয়ার করেন । তারপরই বলেন যে তিনি ছবিটি করতে ইচ্ছুক ।"
'সব ফার্স্ট ক্লাস' ছাড়াও ইমরানের হাতে রয়েছে আরও দুটি ছবি । সাইকোলজিকাল থ্রিলার 'চ্যাহেরে' ও 'মুম্বই সাগা'। 'চ্যাহেরে'-তে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আর 'মুম্বই সাগা'-তে জন আব্রাহাম, সুনীল শেট্টি ও জ্যাকি শ্রফের সঙ্গে দেখা যাবে তাঁকে ।