ETV Bharat / sitara

অমর জওয়ান জ্যোতিতে শহিদদের প্রতি শ্রদ্ধা ইমরানের

দিল্লিতে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা ইমরান হাসমি । সঙ্গে নিজের প্রথম ওয়েব সিরিজ়ের কথাও বললেন অভিনেতা ।

ইমরান হাসমি
author img

By

Published : Sep 20, 2019, 8:18 AM IST

দিল্লি : দিল্লির অমর জওয়ান জ্যোতিতে দেশের শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা ইমরান হাসমি ।

এক বছর আগে BSF জওয়ানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে মনে করেন ইমরান । বলেন, "আমাদের দেশের আইকনিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটা এই জায়গা । সত্যি বলতে আমি কখনও এখানে আসিনি । এই জায়গার খুব কাছাকাছি আমি শুটিং করে গেছি । কিন্তু এখানে এসে যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, সেই সমস্ত সাহসী জওয়ানদের স্মরণ করার অনুভূতি বলে বোঝানোর নয় ।"

তিনি আরও বলেন, "আমি গত বছর BSF-র হেডকোয়ার্টারে গিয়েছিলাম । সেখানে সীমান্তে এই সমস্ত সাহসী পুরুষ ও মহিলা জওয়ানদের দেখে আমি আপ্লুত । বহু মহিলা জওয়ান সীমান্তে পোস্টিংয়ে থাকেন, যা দেখে আমি গর্ব বোধ করি ।"

ইমরানের সঙ্গে অমর জওয়ান জ্যোতিতে গিয়েছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপলা, কীর্তি কুলহারি ও ভিনীত কুমার । পরিচালক রিভু দাশগুপ্তও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন । রিভুর পরিচালনায় পরবর্তী ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড'-এ দেখা যাবে এই অভিনেতাদের ।

অভিনেতাদের সঙ্গে দেখা করার জন্য হাজার হাজার মানুষ ইন্ডিয়া গেটের সামনে ভিড় জমিয়েছিলেন ।

'বার্ড অফ ব্লাড'-এ অভিনয় করে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের জায়গা বানাতে চলেছেন ইমরান । ছবির গল্প ও নিজের চরিত্র নিয়েও সাংবাদিকদের জানালেন অভিনেতা । তিনি বলেন, "ভারতীয় উপমহাদেশের উপরে তৈরি শো'টি । মাল্টি-লিঙ্গুয়াল এই সিরিজ়ে কবীর আনন্দ নামে একজন RAW এজেন্টের গল্প বলা হবে । এই চরিত্রটিই আমি করছি । তালিবানের বন্দি চার ভারতীয় এজেন্টকে মুক্ত করতে বালুচিস্তানে একটি মিশনে যাই । তাই বলা যেতে পারে, সিরিজ়টি থ্রিল, অ্যাকশন ও রহস্যে ভরপুর ।"

বিলাল সিদ্দিকির লেখা উপন্যাস 'বার্ড অফ ব্লাড'-র গল্প অবলম্বনেই তৈরি এই থ্রিলার ওয়েব সিরিজ় । রিভু দাশগুপ্তর পরিচালনায় আট এপিসোডের এই সিরিজ়টি বিশ্বের বিভিন্ন দেশে স্ট্রিম হবে । হিন্দি, উর্দু, ইংলিশ ও অন্যান্য ভাষাতেও দেখা যাবে সিরিজ়টি ।

27 সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং হবে শোয়ের ।

দিল্লি : দিল্লির অমর জওয়ান জ্যোতিতে দেশের শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা ইমরান হাসমি ।

এক বছর আগে BSF জওয়ানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে মনে করেন ইমরান । বলেন, "আমাদের দেশের আইকনিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটা এই জায়গা । সত্যি বলতে আমি কখনও এখানে আসিনি । এই জায়গার খুব কাছাকাছি আমি শুটিং করে গেছি । কিন্তু এখানে এসে যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, সেই সমস্ত সাহসী জওয়ানদের স্মরণ করার অনুভূতি বলে বোঝানোর নয় ।"

তিনি আরও বলেন, "আমি গত বছর BSF-র হেডকোয়ার্টারে গিয়েছিলাম । সেখানে সীমান্তে এই সমস্ত সাহসী পুরুষ ও মহিলা জওয়ানদের দেখে আমি আপ্লুত । বহু মহিলা জওয়ান সীমান্তে পোস্টিংয়ে থাকেন, যা দেখে আমি গর্ব বোধ করি ।"

ইমরানের সঙ্গে অমর জওয়ান জ্যোতিতে গিয়েছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপলা, কীর্তি কুলহারি ও ভিনীত কুমার । পরিচালক রিভু দাশগুপ্তও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন । রিভুর পরিচালনায় পরবর্তী ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড'-এ দেখা যাবে এই অভিনেতাদের ।

অভিনেতাদের সঙ্গে দেখা করার জন্য হাজার হাজার মানুষ ইন্ডিয়া গেটের সামনে ভিড় জমিয়েছিলেন ।

'বার্ড অফ ব্লাড'-এ অভিনয় করে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের জায়গা বানাতে চলেছেন ইমরান । ছবির গল্প ও নিজের চরিত্র নিয়েও সাংবাদিকদের জানালেন অভিনেতা । তিনি বলেন, "ভারতীয় উপমহাদেশের উপরে তৈরি শো'টি । মাল্টি-লিঙ্গুয়াল এই সিরিজ়ে কবীর আনন্দ নামে একজন RAW এজেন্টের গল্প বলা হবে । এই চরিত্রটিই আমি করছি । তালিবানের বন্দি চার ভারতীয় এজেন্টকে মুক্ত করতে বালুচিস্তানে একটি মিশনে যাই । তাই বলা যেতে পারে, সিরিজ়টি থ্রিল, অ্যাকশন ও রহস্যে ভরপুর ।"

বিলাল সিদ্দিকির লেখা উপন্যাস 'বার্ড অফ ব্লাড'-র গল্প অবলম্বনেই তৈরি এই থ্রিলার ওয়েব সিরিজ় । রিভু দাশগুপ্তর পরিচালনায় আট এপিসোডের এই সিরিজ়টি বিশ্বের বিভিন্ন দেশে স্ট্রিম হবে । হিন্দি, উর্দু, ইংলিশ ও অন্যান্য ভাষাতেও দেখা যাবে সিরিজ়টি ।

27 সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং হবে শোয়ের ।

Intro:Body:

Emraan Hashmi


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.