ETV Bharat / sitara

ইদে সইফের ট্রিট, দিলখুশ করিনা-করিশ্মার - সইফ আলি খানের খবর

ইদ উপলক্ষ্যে সইফ আলি খানের হাতে রান্না করা মাটন বিরিয়ানি । চেটেপুটে খেলেন করিনা কাপুর ও করিশ্মা কাপুর ।

Saif ali khan makes biriyani for kareena kapoor and karishma kapoor
Saif ali khan makes biriyani for kareena kapoor and karishma kapoor
author img

By

Published : May 24, 2020, 6:25 PM IST

মুম্বই : ইদে খুন্তি ধরলেন সইফ আলি খান । জমিয়ে রান্না করলেন মাটন বিরিয়ানি । শেফ সইফের সেই রান্না চেটেপুটে খেলেন স্ত্রী করিনা ও শ্য়ালিকা করিশ্মা ।

করিশ্মা নিজেই তাঁদের রয়্যাল লাঞ্চের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে । ক্যাপশনে লিখেছেন, "শেফ সইফুর সর্বকালের সেরা মাটন বিরিয়ানি..দুর্দান্ত লাঞ্চ ।"

সঙ্গে ফ্যানেদের ইদের শুভেচ্ছাও জানিয়েছেন করিশ্মা । দেখে নিন তাঁর পোস্ট..

Saif ali khan makes biriyani for kareena kapoor and karishma kapoor
Saif ali khan makes biriyani for kareena kapoor and karishma kapoor

সইফ আলি খান যদিও সোশাল মিডিয়ায় নেই, তবুও তাঁর খোঁজখবর পেয়েই যান নেটিজেনরা । তিনি কখন বই পড়ছেন, কখন ছেলের চুল কাটছেন, কখন রান্না করছেন, ঠিক সেই সমস্ত ছবি সামনে চলে আসে ।

কীভাবে ? কারণ করিনা নিজে সম্প্রতি ইনস্টাগ্রাম জয়েন করেছেন । নিজের সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের খবরও এসে পৌঁছয় সোশাল মিডিয়ার পাতায় । ঠিক যেভাবে এল তাঁর বিরিয়ানি রান্নার খবর ।

মুম্বই : ইদে খুন্তি ধরলেন সইফ আলি খান । জমিয়ে রান্না করলেন মাটন বিরিয়ানি । শেফ সইফের সেই রান্না চেটেপুটে খেলেন স্ত্রী করিনা ও শ্য়ালিকা করিশ্মা ।

করিশ্মা নিজেই তাঁদের রয়্যাল লাঞ্চের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে । ক্যাপশনে লিখেছেন, "শেফ সইফুর সর্বকালের সেরা মাটন বিরিয়ানি..দুর্দান্ত লাঞ্চ ।"

সঙ্গে ফ্যানেদের ইদের শুভেচ্ছাও জানিয়েছেন করিশ্মা । দেখে নিন তাঁর পোস্ট..

Saif ali khan makes biriyani for kareena kapoor and karishma kapoor
Saif ali khan makes biriyani for kareena kapoor and karishma kapoor

সইফ আলি খান যদিও সোশাল মিডিয়ায় নেই, তবুও তাঁর খোঁজখবর পেয়েই যান নেটিজেনরা । তিনি কখন বই পড়ছেন, কখন ছেলের চুল কাটছেন, কখন রান্না করছেন, ঠিক সেই সমস্ত ছবি সামনে চলে আসে ।

কীভাবে ? কারণ করিনা নিজে সম্প্রতি ইনস্টাগ্রাম জয়েন করেছেন । নিজের সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের খবরও এসে পৌঁছয় সোশাল মিডিয়ার পাতায় । ঠিক যেভাবে এল তাঁর বিরিয়ানি রান্নার খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.