ETV Bharat / sitara

সুশান্ত মামলায় রুমি জাফরিকে তলব ED-র - Rumi Jaffery

সূত্রের খবর, রুমির বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা । ছবির জন্য প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর যে আর্থিক লেনদেন হয়েছে সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসা করা হবে পরিচালককে ।

োে্
োে্োে্
author img

By

Published : Aug 20, 2020, 2:25 PM IST

মুম্বই : আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে হাজিরা দেন পরিচালক রুমি জাফরি । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে আর্থিক তছরুপের দিকটি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা । আর সেই কারণেই আজ তলব করা হয়েছিল পরিচালককে । সকাল 11টা 45 মিনিটে ED দপ্তরে পৌঁছান তিনি ।

সূত্রের খবর, রুমির বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা । ছবির জন্য প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর যে আর্থিক লেনদেন হয়েছে সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসা করা হবে পরিচালককে ।

রিয়া চক্রবর্তী ও সুশান্তকে নিয়ে পরবর্তী ছবি করতে চলেছিলেন রুমি । তা নিয়ে একাধিকবার দুই তারকার সঙ্গে তাঁর কথাও হয় । সেখানে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা ।

25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ আরও 5 জনের বিরুদ্ধে FIR দায়ের করেন সুশান্তের বাবা । তাঁর অভিযোগ, প্রয়াত অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা তুলে নেওয়া হয় । কিন্তু, তার কোনও হদিশ নেই ।

সুশান্তের বাবার FIR-এর ভিত্তিতেই রিয়া সহ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে ED । ডেকে পাঠানো হয় সুশান্তের বন্ধু ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকেও । তদন্তের স্বার্থে রিয়া সহ তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিতের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা । খতিয়ে দেখা হচ্ছে তাঁদের কল লিস্ট । এছাড়া হোয়াটসঅ্যাপ মেসেজও দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ।

তবে শুধু রিয়া ও তাঁর পরিবারের সদস্যদেরই নয়, জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, রিয়ার চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রীতেশ সাহ, সুশান্তের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও অভিনেতার পার্সোনাল স্টাফদের । এমনকী, সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিংয়ের বয়ানও রেকর্ড করেছে ED ।

মুম্বই : আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে হাজিরা দেন পরিচালক রুমি জাফরি । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে আর্থিক তছরুপের দিকটি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা । আর সেই কারণেই আজ তলব করা হয়েছিল পরিচালককে । সকাল 11টা 45 মিনিটে ED দপ্তরে পৌঁছান তিনি ।

সূত্রের খবর, রুমির বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা । ছবির জন্য প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর যে আর্থিক লেনদেন হয়েছে সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসা করা হবে পরিচালককে ।

রিয়া চক্রবর্তী ও সুশান্তকে নিয়ে পরবর্তী ছবি করতে চলেছিলেন রুমি । তা নিয়ে একাধিকবার দুই তারকার সঙ্গে তাঁর কথাও হয় । সেখানে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা ।

25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ আরও 5 জনের বিরুদ্ধে FIR দায়ের করেন সুশান্তের বাবা । তাঁর অভিযোগ, প্রয়াত অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা তুলে নেওয়া হয় । কিন্তু, তার কোনও হদিশ নেই ।

সুশান্তের বাবার FIR-এর ভিত্তিতেই রিয়া সহ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে ED । ডেকে পাঠানো হয় সুশান্তের বন্ধু ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকেও । তদন্তের স্বার্থে রিয়া সহ তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিতের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা । খতিয়ে দেখা হচ্ছে তাঁদের কল লিস্ট । এছাড়া হোয়াটসঅ্যাপ মেসেজও দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ।

তবে শুধু রিয়া ও তাঁর পরিবারের সদস্যদেরই নয়, জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, রিয়ার চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রীতেশ সাহ, সুশান্তের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও অভিনেতার পার্সোনাল স্টাফদের । এমনকী, সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিংয়ের বয়ানও রেকর্ড করেছে ED ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.