ETV Bharat / sitara

"ভাইরাসকে হালকাভাবে নেবেন না", অনুরাগীদের পরামর্শ অভিষেকের - Abhishek on coronavirus

ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিষেক । সেখানে অনুরাগীদের মাস্ক পরার পাশাপাশি কোরোনাভাইরাসকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।

asd
sda
author img

By

Published : Sep 11, 2020, 6:11 PM IST

মুম্বই : মাত্র কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন অভিষেক বচ্চন । চিকিৎসার পর এখন তিনি পুরোপুরি সুস্থ । তবে শরীরে এই ভাইরাস থাবা বসালে যে কতটা সমস্যা হয় সেটা ভালোই জানেন তিনি । আর তাই যাতে এই ভাইরাসকে কেউ হালকাভাবে না নেন তার জন্য অনুরাগীদের পরামর্শ দিলেন অভিনেতা ।

ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিষেক । সেখানে খোলা মাঠের মধ্যে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । আর সেই মাস্কের উপর লেখা 'ব্রিদ'।

ভিডিয়োতে অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, "যখনই বাইরে বের হবেন, তখনই মাস্ক পরবেন । এটা খুবই গুরুত্বপূর্ণ । এটাকে হালকাভাবে নেবেন না । সাবধানে থাকুন ।" আর ক্যাপশনে লেখেন, "মাস্ক পরুন । নিরাপদে থাকুন । এই ভাইরাসকে হালকাভাবে নেবেন না ।"

11 জুলাই কোরোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চন । টুইট করে একথা জানিয়েছিলেন তিনি । তার কয়েক ঘণ্টা পর নিজের আক্রান্ত হওয়ার কথা সোশাল মিডিয়ায় জানান অভিষেকও । সঙ্গে সঙ্গে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । এরপর 12 জুলাই ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার রিপোর্টও পজ়িটিভ আসে । পরে তাঁদেরও হাসপাতালে ভরতি করা হয় ।

27 জুলাই নেগেটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । তারপর 2 অগাস্ট সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বিগ বি । এর কয়েকদিন পর নেগেটিভ আসে অভিষেকের কোরোনা পরীক্ষার রিপোর্টও । এখন অবশ্য তাঁরা সবাই সুস্থ । প্রয়োজনীয় সব নিয়ম মেনে ধীরে ধীরে শুটিং ফ্লোরেও ফিরছেন তাঁরা ।

মুম্বই : মাত্র কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন অভিষেক বচ্চন । চিকিৎসার পর এখন তিনি পুরোপুরি সুস্থ । তবে শরীরে এই ভাইরাস থাবা বসালে যে কতটা সমস্যা হয় সেটা ভালোই জানেন তিনি । আর তাই যাতে এই ভাইরাসকে কেউ হালকাভাবে না নেন তার জন্য অনুরাগীদের পরামর্শ দিলেন অভিনেতা ।

ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিষেক । সেখানে খোলা মাঠের মধ্যে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । আর সেই মাস্কের উপর লেখা 'ব্রিদ'।

ভিডিয়োতে অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, "যখনই বাইরে বের হবেন, তখনই মাস্ক পরবেন । এটা খুবই গুরুত্বপূর্ণ । এটাকে হালকাভাবে নেবেন না । সাবধানে থাকুন ।" আর ক্যাপশনে লেখেন, "মাস্ক পরুন । নিরাপদে থাকুন । এই ভাইরাসকে হালকাভাবে নেবেন না ।"

11 জুলাই কোরোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চন । টুইট করে একথা জানিয়েছিলেন তিনি । তার কয়েক ঘণ্টা পর নিজের আক্রান্ত হওয়ার কথা সোশাল মিডিয়ায় জানান অভিষেকও । সঙ্গে সঙ্গে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । এরপর 12 জুলাই ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার রিপোর্টও পজ়িটিভ আসে । পরে তাঁদেরও হাসপাতালে ভরতি করা হয় ।

27 জুলাই নেগেটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । তারপর 2 অগাস্ট সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বিগ বি । এর কয়েকদিন পর নেগেটিভ আসে অভিষেকের কোরোনা পরীক্ষার রিপোর্টও । এখন অবশ্য তাঁরা সবাই সুস্থ । প্রয়োজনীয় সব নিয়ম মেনে ধীরে ধীরে শুটিং ফ্লোরেও ফিরছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.