ETV Bharat / sitara

"আমি নিশ্চিত এই সময়টাও কেটে যাবে", বিবৃতি জারি সঞ্জয়ের স্ত্রী মান্যতার - Maanayata

ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । গতকাল রাতেই সামনে আসে এই খবর । আজ দুপুরের দিকে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি দেন স্ত্রী মান্যতা দত্ত ।

asd
asd
author img

By

Published : Aug 12, 2020, 5:28 PM IST

মুম্বই : ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে । গতকাল রাতে এই খবর প্রকাশ্যে আসার পরই চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা । অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা । আর আজ দুপুরের দিকে সঞ্জয়ের শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি দেন স্ত্রী মান্যতা দত্ত ।

সেই বিবৃতিতে মান্যতা বলেন, "আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা সঞ্জয়ের আরোগ্য কামনা করেছেন । এই সময়টাকে কাটিয়ে ওঠার জন্য আপনাদের সবার শক্তি ও প্রার্থনা এখন খুবই প্রয়োজন । গত কয়েক বছরে এই পরিবার অনেক কঠিন সময় দেখেছে, আমি নিশ্চিত এই সময়টাও কেটে যাবে ।"

df
মান্যতার বিবৃতি

পাশাপাশি সঞ্জু বাবার অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, "আমি সঞ্জুর ফ্যানেদের বলতে চাই দয়া করে কোনওরকম জল্পনা বা ভুয়ো খবরে কান দেবেন না । তবে আমাদের জন্য ভালোবাসা, উষ্ণতা এবং সমর্থন জারি রাখুন । সঞ্জু বরাবর একজন লড়াকু মানুষ এবং আমাদের পরিবারও । ভগবান আবার আমাদের পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই চ্যালেঞ্জটা পার করতেই হবে । এক্ষেত্রে আপনাদের সবার প্রার্থনা ও শুভেচ্ছা আমাদের প্রয়োজন ।"

আরও পড়ুন : ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত

8 অগাস্ট সন্ধেয় সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেখানে তাঁর ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ তবে অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট সব সময় নির্ভুল আসে না বলে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইটারে জানান সঞ্জয় নিজেই । শীঘ্রই বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি ।

এরপর রবিবার তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হওয়ায় ICU থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তাঁকে । ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ছিলেন তিনি । সোমবার দুপুরের দিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । তারপর গতকাল বিকেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা ।

আরও পড়ুন : চিকিৎসার জন্য কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সঞ্জয় দত্ত

সেখানে লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !" কাজ থেকে কয়েকদিনের বিরতি ঘোষণার পর গতকাল রাতের দিকে সামনে আসে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর । শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য শীঘ্রই অ্যামেরিকা যেতে পারেন অভিনেতা ।

মুম্বই : ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে । গতকাল রাতে এই খবর প্রকাশ্যে আসার পরই চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা । অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা । আর আজ দুপুরের দিকে সঞ্জয়ের শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি দেন স্ত্রী মান্যতা দত্ত ।

সেই বিবৃতিতে মান্যতা বলেন, "আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা সঞ্জয়ের আরোগ্য কামনা করেছেন । এই সময়টাকে কাটিয়ে ওঠার জন্য আপনাদের সবার শক্তি ও প্রার্থনা এখন খুবই প্রয়োজন । গত কয়েক বছরে এই পরিবার অনেক কঠিন সময় দেখেছে, আমি নিশ্চিত এই সময়টাও কেটে যাবে ।"

df
মান্যতার বিবৃতি

পাশাপাশি সঞ্জু বাবার অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, "আমি সঞ্জুর ফ্যানেদের বলতে চাই দয়া করে কোনওরকম জল্পনা বা ভুয়ো খবরে কান দেবেন না । তবে আমাদের জন্য ভালোবাসা, উষ্ণতা এবং সমর্থন জারি রাখুন । সঞ্জু বরাবর একজন লড়াকু মানুষ এবং আমাদের পরিবারও । ভগবান আবার আমাদের পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই চ্যালেঞ্জটা পার করতেই হবে । এক্ষেত্রে আপনাদের সবার প্রার্থনা ও শুভেচ্ছা আমাদের প্রয়োজন ।"

আরও পড়ুন : ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত

8 অগাস্ট সন্ধেয় সঞ্জয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । বুকে ব্যথাও শুরু হয় ৷ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ICU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেখানে তাঁর ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্ট করেন চিকিৎসকরা ৷ ফল নেগেটিভ আসে ৷ তবে অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট সব সময় নির্ভুল আসে না বলে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইটারে জানান সঞ্জয় নিজেই । শীঘ্রই বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি ।

এরপর রবিবার তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হওয়ায় ICU থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তাঁকে । ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ছিলেন তিনি । সোমবার দুপুরের দিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । তারপর গতকাল বিকেলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা ।

আরও পড়ুন : চিকিৎসার জন্য কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সঞ্জয় দত্ত

সেখানে লেখেন, "বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি । পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে । আর শুভাকাঙ্খীদের অনুরোধ করছি তাঁরা যেন চিন্তা বা অযৌক্তিকভাবে কিছু অনুমান না করেন । আমি শীঘ্রই ফিরে আসব !" কাজ থেকে কয়েকদিনের বিরতি ঘোষণার পর গতকাল রাতের দিকে সামনে আসে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর । শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য শীঘ্রই অ্যামেরিকা যেতে পারেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.