ETV Bharat / sitara

সেপ্টেম্বরে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ডলি কিটি...' - ভূমি পেদনেকরের খবর

অবশেষে জানা গেল মুক্তির সময় । বেশ অনেকদিন ধরেই আটকে ছিল 'ডলি কিটি ঔর ওহ চমকতে সিতারে'-র মুক্তি । IANS সূত্রে জানা যাচ্ছে যে, আগামী সেপ্টেম্বর মাসে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

Dolly Kitty aur woh chamakte sitare
Dolly Kitty aur woh chamakte sitare
author img

By

Published : Aug 28, 2020, 4:00 PM IST

মুম্বই : ভূমি পেদনেকর আর কঙ্কনা সেন শর্মা..ইন্ডাস্ট্রির দুই দক্ষ অভিনেত্রী এবার একসঙ্গে বড়া পরদায় । যদিও তাঁরা একেবারেই আলাদা জঁরেই অভিনয় করে এসেছেন এতদিন, তবে এবার তাঁদের মেলবন্ধন ঘটালেন পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব ।

নিউ দিল্লির বাইরের অংশে এক ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে ছবিটির শুটিং হয়েছে । দুই বোনের মধ্যে এক অম্ল-মধুর সম্পর্ক ফুটে উঠেছে চিত্রনাট্য জুড়ে । জটিল ওঠাপড়ার মধ্যে দিয়েই মুক্তির স্বাদ খুঁজে পায় এই দুই বোন ।

কোন OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ? উত্তর হল নেটফ্লিক্সে । 'ক্লাস অফ 83'-র পর আবারও এক হিন্দি ছবি উপহার দিতে চলেছে নেটফ্লিক্স ।

Dolly Kitty aur woh chamakte sitare
দুই বোন...

সেদিক থেকে দেখতে গেলে এটি নেটফ্লিক্সের সঙ্গে ভূমির দ্বিতীয় কাজ । এর আগে 'লাস্ট স্টোরিজ়' ছবিতে তাঁকে দেখা গেছিল । আর কঙ্কনাকে অনেকদিন পর স্ক্রিনে দেখতে পাবে দর্শক । সেটা অবশ্যই একটা আলাদা আকর্ষণ ।

মুম্বই : ভূমি পেদনেকর আর কঙ্কনা সেন শর্মা..ইন্ডাস্ট্রির দুই দক্ষ অভিনেত্রী এবার একসঙ্গে বড়া পরদায় । যদিও তাঁরা একেবারেই আলাদা জঁরেই অভিনয় করে এসেছেন এতদিন, তবে এবার তাঁদের মেলবন্ধন ঘটালেন পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব ।

নিউ দিল্লির বাইরের অংশে এক ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে ছবিটির শুটিং হয়েছে । দুই বোনের মধ্যে এক অম্ল-মধুর সম্পর্ক ফুটে উঠেছে চিত্রনাট্য জুড়ে । জটিল ওঠাপড়ার মধ্যে দিয়েই মুক্তির স্বাদ খুঁজে পায় এই দুই বোন ।

কোন OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ? উত্তর হল নেটফ্লিক্সে । 'ক্লাস অফ 83'-র পর আবারও এক হিন্দি ছবি উপহার দিতে চলেছে নেটফ্লিক্স ।

Dolly Kitty aur woh chamakte sitare
দুই বোন...

সেদিক থেকে দেখতে গেলে এটি নেটফ্লিক্সের সঙ্গে ভূমির দ্বিতীয় কাজ । এর আগে 'লাস্ট স্টোরিজ়' ছবিতে তাঁকে দেখা গেছিল । আর কঙ্কনাকে অনেকদিন পর স্ক্রিনে দেখতে পাবে দর্শক । সেটা অবশ্যই একটা আলাদা আকর্ষণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.