দিল্লি : লকডাউনে মানুষকে বাড়িতে ধরে রাখতে টেলিভিশনের পরদায় ফের শুরু হয়েছে 'রামায়ণ' আর 'মহাভারত' । আর অল্প সময়ের মধ্যেই বিশ্বের TRP রেকর্ড ভেঙে দিয়েছে এই দুই ধারাবাহিক । কিন্তু, সবকিছুর একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে । খারাপ দিকটা কী ?
ডাক্তাররা মনে করছেন যে, রামায়ণ-মহাভারত দেখার খারাপ প্রভাব পড়ছে বাচ্চাদের উপর । পুরাণের চরিত্রদের পরদায় দেখে অনুপ্রাণিত হয়ে বাচ্চারা বাস্তবে তীরধনুক চালানোর চেষ্টা করছে । আর সেই কারণে অনেকের দৃষ্টি হারাচ্ছে ।
![ramayana and mahabharata lead to eye sight problem](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/maxresdefault_0705newsroom_1588857125_314.jpg)
সম্প্রতি হায়দরাবাদে নাকি 12 জন বাচ্চা একটি চোখের দৃষ্টি হারিয়েছে । তার কারণ জানিয়েছেন ডাক্তাররা । তাঁরা জানিয়েছেন কোরোনার কারণে হয়নি এই সমস্যা । টেলিভিশনে দেখে তীরধনুক চালানো অভ্যেস করতে গিয়েই দৃষ্টি হারিয়েছে চোখের ।
এই খবর জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম থেকে । ETV ভারত সিতারা এর সত্য়তা বিচার করেনি ।