ETV Bharat / sitara

নিজেকে ভালোবাসুন, বার্তা দিলেন অমিতাভ - অমিতাভ বচ্চনের খবর

নিজেকে ভালোবাসুন, পুরো পৃথিবীর জন্য নয়, নিজের জন্য বাঁচুন...বার্তা দিলেন অমিতাভ বচ্চন ।

amitabh bachchan self love
amitabh bachchan self love
author img

By

Published : Oct 31, 2020, 3:18 PM IST

মুম্বই : নিজেকে ভালোবাসা বা ইংরেজিতে যাকে বলে সেল্ফ লাভের কথা বললেন অমিতাভ বচ্চন । এই জীবনটা নিজের বাঁচার জন্য, অন্যদের খুশি করার জন্য নয়, হঠাৎই কাব্যিক বিগ বি ।

সোশাল মিডিয়া এখন ছেয়ে গেছে নেগেটিভিটিতে । তারই মধ্যে অমিতাভ একটু পজ়িটিভিটির বার্তা দিলেন, ভালো থাকার মন্ত্র বললেন ।

তিনি লিখেছেন, "সকালে উঠে একমাত্র নিজের মুখোমুখি হতে হবে তোমায় । অল্প বয়সে হয়তো মনে হত যে, এই পুরো বিশ্বকে খুশি করতে হবে আমায় । না, তা একেবারেই নয় ।"

"তুমি সেটাই কর, যেটা তোমায় আনন্দ দেয় । জীবনটাকে সেভাবেই তৈরি কর যেখানে তুমি নিজে বাঁচতে চাও । নিজে এমন একজন হয়ে ওঠ, যে প্রত্যেক সকালে তোমাকেই ফিরে ফিরে দেখবে ।", যোগ করেছেন অমিতাভ ।

দেখে নিন তাঁর পোস্ট...

amitabh bachchan self love
অমিতাভের পোস্ট..

মুম্বই : নিজেকে ভালোবাসা বা ইংরেজিতে যাকে বলে সেল্ফ লাভের কথা বললেন অমিতাভ বচ্চন । এই জীবনটা নিজের বাঁচার জন্য, অন্যদের খুশি করার জন্য নয়, হঠাৎই কাব্যিক বিগ বি ।

সোশাল মিডিয়া এখন ছেয়ে গেছে নেগেটিভিটিতে । তারই মধ্যে অমিতাভ একটু পজ়িটিভিটির বার্তা দিলেন, ভালো থাকার মন্ত্র বললেন ।

তিনি লিখেছেন, "সকালে উঠে একমাত্র নিজের মুখোমুখি হতে হবে তোমায় । অল্প বয়সে হয়তো মনে হত যে, এই পুরো বিশ্বকে খুশি করতে হবে আমায় । না, তা একেবারেই নয় ।"

"তুমি সেটাই কর, যেটা তোমায় আনন্দ দেয় । জীবনটাকে সেভাবেই তৈরি কর যেখানে তুমি নিজে বাঁচতে চাও । নিজে এমন একজন হয়ে ওঠ, যে প্রত্যেক সকালে তোমাকেই ফিরে ফিরে দেখবে ।", যোগ করেছেন অমিতাভ ।

দেখে নিন তাঁর পোস্ট...

amitabh bachchan self love
অমিতাভের পোস্ট..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.