মুম্বই : টি সিরিজ়ের চেয়ারম্যান ও MD ভূষণ কুমারের বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন সোনু নিগম । তাঁর জবাব দিতে পালটা ভিডিয়ো শেয়ার করেন ভূষণের স্ত্রী দিব্যা খোসলা কুমার । তবে দিব্যার সেই ক্ষোভকে "অভিনয়" বলে সমালোচনা করলেন নেটিজেনরা ।
সোনু নিগমের ফ্যান ফলোয়িং বিশাল । তাঁর বিরুদ্ধে কথা বললে সেই ফ্যানেরা চুপ থাকবে কেন ?
দিব্যা অভিযোগ এনেছেন যে, "আবু সালেমের সঙ্গে যোগাযোগ ছিল সোনু নিগমের ।" তিনি এই কথাও বলেছেন যে, "সোনু নিগম 5 টাকায় দিল্লির রামলীলায় গান গাইতেন । গুলশন কুমার ওঁকে কাজ দেন, পরিচিতি দেন ।" আর দিব্যার এইসব কথা শুনে বেজায় চটেছেন নেটিজেনরা ।
কেউ লিখেছেন, "আমি ভাবতাম সোনম কাপুর আর সোনাক্ষী সিনহা বলিউডের সবথেকে খারাপ অভিনেত্রী । তবে এই মহিলা দিব্যা খোসলা কুমার চেরি সমেত পুরো কেকটাই নিয়ে গেল ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তো কারও মন্তব্য, "তোমরাই ভারতীয় সংগীত দুনিয়ার এই অবস্থা করেছ । কোনও অরিজিনাল গান নেই, শুধুমাত্র রিমিক্স চলছে । দিব্যা খোসলা কুমার আর ভূষণ কুমারকে এই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ।"
যদিও এসব নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি কুমার পরিবারের কেউ ।