মুম্বই : 8 জুন মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের । পুলিশের তরফে জানানো হয়েছিল যে, আবাসনের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি । এদিকে তাঁর মৃত্যুর ন'দিন পরেও সচল ছিল তাঁর মোবাইল ফোন । তাঁর ফোন থেকে একাধিক ইন্টারনেট কলও করা হয়েছে বলে সূত্রের খবর ।
8 জুন রাতে কয়েকজন বন্ধুকে নিয়ে নিজের ফ্ল্যাটে পার্টি করছিলেন দিশা । পার্টি চলাকালীন আবাসন থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থানে যায় পুলিশ । উদ্ধার করা হয় দেহ । সেই সময় দিশার ফোন বাজেয়াপ্ত করা হয়নি বলে জানানো হয়েছিল পুলিশের তরফে ।
এদিকে মৃত্যুর পরই চালু করা হয় দিশার মোবাইল ফোন । সূত্রের খবর, 9 জুন থেকে 17 জুনের মধ্যে তাঁর ফোন থেকে একাধিক ইন্টারনেট কলও করা হয় । জানা গিয়েছে, তদন্তের স্বার্থে দিশার মৃ্ত্যুর পর তাঁর ফোন সচল করেছিল পুলিশ । চালু করা হয় ইন্টারনেট পরিষেবাও । দিশার ফোন থেকেই তাঁর যাবতীয় সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখে তারা । তবে দিশার মৃত্যুর পর তাহলে কে বা কারা তাঁর নম্বর থেকে ফোন করল ? তা এখনও ধোঁয়াশায় রয়েছে ।
দিশার মৃ্ত্যুর কয়েকদিন পরই মৃত্যু হয় সুশান্তের । অভিনেতার অনুরাগীদের একাংশের দাবি, এই দুই মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে । আর মৃত্যুর পরও দিশার ফোন চালু থাকার বিষয়টি সেই জল্পনাকে আরও খানিকটা উসকে দিয়েছে ।