ETV Bharat / sitara

অ্যাকশন ছবিতে অভিনয়ের ইচ্ছা দিশার - দিশা পাটানি

টুইটারে দিশাকে যে কোনও প্রশ্ন করতে পারেন ফ্যানরা । সেখানেই একজন ফ্যান তাঁকে পরবর্তী ছবি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ।

dfg
gb
author img

By

Published : Feb 17, 2020, 1:22 PM IST

মুম্বই : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'মলঙ্গ'। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে ছবিটি । এর মধ্যেই দিশা পাটানির পরবর্তী ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন ফ্যানরা । এদিকে নিজের চরিত্র নিয়ে এক্সপিরিমেন্ট করতে ভালোবাসেন বলে ফ্যানদের জানিয়েছেন তিনি । এমনকী অ্যাকশন ছবিতে অভিনয়ের ইচ্ছে রয়েছে বলেও জানান ।

দিশার এক ফ্যান সোশাল মিডিয়ায় তাঁকে পরবর্তী ছবি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন । তার উত্তরে দিশা বলেন, "আমার অ্যাকশন ছবিতে অভিনয়ের ইচ্ছে রয়েছে । যাই হোক নিজের চরিত্র নিয়ে এক্সপিরিমেন্ট করতে আমি ভালোবাসি ।"

  • I look forward to doing an action film someday! Overall , I love experimenting with my roles and looking forward to play some interesting characters ♥ #AskDisha https://t.co/ZFPpSeV7xR

    — Disha Patani (@DishPatani) February 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যেই দুটি ছবি রয়েছে দিশার ঝুলিতে । 'কেটিনা' ও 'রাধে'। 'কেটিনা' ছবিতে অক্ষয় ওবেরয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে । অন্যদিকে 'রাধে' ছবিতে সলমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

আরও একজন ফ্যান দিশাকে তাঁর পছন্দের অ্যাভেঞ্জার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেন । তার উত্তরে দিশা লেখেন, "হাল্ক ও আয়রনম্যান আমার পছন্দের চরিত্র ।"

'মলঙ্গ' ছবিতে অনিল কাপুর, আদিত্য রয় কাপুর ও কুণাল খেমুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দিশা । 7 ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি । প্রথমদিনই বক্স অফিসে ভালো ব্যবসা করে এই ছবি । প্রথমদিনে বক্স অফিস থেকে মোট 25.36 কোটির ব্যবসা করে মোহিত সুরির 'মলঙ্গ'।

মুম্বই : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'মলঙ্গ'। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে ছবিটি । এর মধ্যেই দিশা পাটানির পরবর্তী ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন ফ্যানরা । এদিকে নিজের চরিত্র নিয়ে এক্সপিরিমেন্ট করতে ভালোবাসেন বলে ফ্যানদের জানিয়েছেন তিনি । এমনকী অ্যাকশন ছবিতে অভিনয়ের ইচ্ছে রয়েছে বলেও জানান ।

দিশার এক ফ্যান সোশাল মিডিয়ায় তাঁকে পরবর্তী ছবি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন । তার উত্তরে দিশা বলেন, "আমার অ্যাকশন ছবিতে অভিনয়ের ইচ্ছে রয়েছে । যাই হোক নিজের চরিত্র নিয়ে এক্সপিরিমেন্ট করতে আমি ভালোবাসি ।"

  • I look forward to doing an action film someday! Overall , I love experimenting with my roles and looking forward to play some interesting characters ♥ #AskDisha https://t.co/ZFPpSeV7xR

    — Disha Patani (@DishPatani) February 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যেই দুটি ছবি রয়েছে দিশার ঝুলিতে । 'কেটিনা' ও 'রাধে'। 'কেটিনা' ছবিতে অক্ষয় ওবেরয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে । অন্যদিকে 'রাধে' ছবিতে সলমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

আরও একজন ফ্যান দিশাকে তাঁর পছন্দের অ্যাভেঞ্জার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেন । তার উত্তরে দিশা লেখেন, "হাল্ক ও আয়রনম্যান আমার পছন্দের চরিত্র ।"

'মলঙ্গ' ছবিতে অনিল কাপুর, আদিত্য রয় কাপুর ও কুণাল খেমুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দিশা । 7 ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি । প্রথমদিনই বক্স অফিসে ভালো ব্যবসা করে এই ছবি । প্রথমদিনে বক্স অফিস থেকে মোট 25.36 কোটির ব্যবসা করে মোহিত সুরির 'মলঙ্গ'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.