ETV Bharat / sitara

সেলুলয়েডে হায়দরাবাদ গণধর্ষণের ঘটনা, পরিচালনায় রাম গোপাল ভার্মা - Shamshabad ACP

হায়দরাবাদে গণধর্ষণ করে খুন করা হয়েছিল এক পশু চিকিৎসককে । এবার এই ঘটনা বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক রাম গোপাল ভার্মা । ছবির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে আজ শামশাবাদের ACP-র সঙ্গে দেখা করেন তিনি ।

ে্ি
ে্ি
author img

By

Published : Feb 17, 2020, 3:33 PM IST

হায়দরাবাদ : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ । এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বলিউডের একাধিক তারকা । আর এবার এই ঘটনার উপর ছবি তৈরি করতে চলেছেন পরিচালক রাম গোপাল ভার্মা । ছবির নাম 'দিশা'। সম্প্রতি এই সংক্রান্ত একাধিক টুইট করেছিলেন তিনি ।

  • Film “DISHA” will detail the thought process of the DISHA rapists as in why they killed her..They dint want to do the mistake of NIRBHAYA rapists by leaving the girl alive so that she could lead the police to them #DishaNirbhayaTruth ..The below pic shows where the act happened pic.twitter.com/OJJO10Mic6

    — Ram Gopal Varma (@RGVzoomin) February 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির জন্য আজ হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের থানায় আসেন রাম গোপাল । সেখানে শামশাবাদ ACP-র সঙ্গে দেখা করেন তিনি । ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই তিনি সেখানে যান বলে জানিয়েছেন । ছবি সম্পর্কে রাম গোপাল বলেন, "ঘটনা সম্পর্কে তথ্য জোগাড় করতেই শামশাবাদ ACP-র সঙ্গে দেখা করতে এসেছি । ওই তথ্যগুলি আমার স্ক্রিপ্ট লেখায় সাহায্য করবে ।"

27 নভেম্বর বিকেলের দিকে সামসাবাদ টোল প্লাজ়ার কাছে স্কুটি রেখে কাজে গিয়েছিলেন ওই পশু চিকিৎসক যুবতি । স্কুটির পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক । তার মধ্যে ছিল চার অভিযুক্ত । কয়েক ঘণ্টা পর ওই চিকিৎসক ফিরে এসে দেখেন তাঁর স্কুটির চাকা পাংচার হয়ে গেছে । তখন তাঁকে সাহায্য করতে অভিযুক্তদের একজন এগিয়ে আসে । এরপর সাহায্যের অছিলায় ওই চিকিৎসককে রাস্তার পাশে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চার দুষ্কৃতী । ধর্ষণের পর যুবতিকে খুন করে দেহটি পুড়িয়ে দেয় । এই ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা দেশ । ঘটনার কয়েকদিন পরই অবশ্য পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তর । এই গোটা ঘটনার উপরই ছবিটি তৈরি করতে চলেছেন রাম গোপাল ভার্মা । সেদিন ঠিক কী ঘটেছিল তাই ফুটিয়ে তোলা হবে বড় পরদায় ।

দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ । এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বলিউডের একাধিক তারকা । আর এবার এই ঘটনার উপর ছবি তৈরি করতে চলেছেন পরিচালক রাম গোপাল ভার্মা । ছবির নাম 'দিশা'। সম্প্রতি এই সংক্রান্ত একাধিক টুইট করেছিলেন তিনি ।

  • Film “DISHA” will detail the thought process of the DISHA rapists as in why they killed her..They dint want to do the mistake of NIRBHAYA rapists by leaving the girl alive so that she could lead the police to them #DishaNirbhayaTruth ..The below pic shows where the act happened pic.twitter.com/OJJO10Mic6

    — Ram Gopal Varma (@RGVzoomin) February 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির জন্য আজ হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের থানায় আসেন রাম গোপাল । সেখানে শামশাবাদ ACP-র সঙ্গে দেখা করেন তিনি । ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই তিনি সেখানে যান বলে জানিয়েছেন । ছবি সম্পর্কে রাম গোপাল বলেন, "ঘটনা সম্পর্কে তথ্য জোগাড় করতেই শামশাবাদ ACP-র সঙ্গে দেখা করতে এসেছি । ওই তথ্যগুলি আমার স্ক্রিপ্ট লেখায় সাহায্য করবে ।"

27 নভেম্বর বিকেলের দিকে সামসাবাদ টোল প্লাজ়ার কাছে স্কুটি রেখে কাজে গিয়েছিলেন ওই পশু চিকিৎসক যুবতি । স্কুটির পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক । তার মধ্যে ছিল চার অভিযুক্ত । কয়েক ঘণ্টা পর ওই চিকিৎসক ফিরে এসে দেখেন তাঁর স্কুটির চাকা পাংচার হয়ে গেছে । তখন তাঁকে সাহায্য করতে অভিযুক্তদের একজন এগিয়ে আসে । এরপর সাহায্যের অছিলায় ওই চিকিৎসককে রাস্তার পাশে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চার দুষ্কৃতী । ধর্ষণের পর যুবতিকে খুন করে দেহটি পুড়িয়ে দেয় । এই ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা দেশ । ঘটনার কয়েকদিন পরই অবশ্য পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তর । এই গোটা ঘটনার উপরই ছবিটি তৈরি করতে চলেছেন রাম গোপাল ভার্মা । সেদিন ঠিক কী ঘটেছিল তাই ফুটিয়ে তোলা হবে বড় পরদায় ।

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.