মুম্বই : রাজ-সিমরনের প্রেম যেন পুরোনো হওয়ার নয় । পঁচিশ বছর পেরিয়ে গেলেও DDLJ আজও অমলিন । ড্রয়িংরুমে বসে একসঙ্গে তিন প্রজন্মের মানুষ একইভাবে উপভোগ করে এই রোম্যান্টিক ড্রামা । আজও মারাঠা মন্দিরে হইহই করে চলে আদিত্য চোপড়া পরিচালিত 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ।
পঁচিশ বছর পূর্ণ হওয়া উপলক্ষে সারা পৃথিবী জুড়ে এই ল্যান্ডমার্ক ছবিকে রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছেন ডিস্ট্রিবিউটররা । নেলসন ডিসুজ়া, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের অ্যাসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট, খবরটি নিশ্চিত করেছেন ANI-কে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিনি জানিয়েছেন, "পৃথিবীর যে প্রান্তেই দেখানো হয়েছে, DDLJ সবার মন কেড়ে নিয়েছে, প্রেমে পড়তে শিখিয়েছে । 25 বছরের বার্ষিকীতে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ফের একবার সারা পৃথিবী জুড়ে এই ছবিকে রিলিজ় করছি আমরা ।"
বড় পরদায় ফের একবার এই প্রেমের কাহিনি দেখতে পাবেন দর্শক । তবে শুধু কি প্রেম ? মা-মেয়ের বন্ধুত্ব, পারিবারিক বন্ধন, যৌথ পরিবারের ভালোবাসা, দেশে ফেরার টান, প্রতিকূলতাকে জয় করে ভালোবাসার জিৎ, এই সব কিছু আছে DDLJ-তে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
জার্মানি, আরব ওমরশাহী, সৌদি আরব, কাতার, অ্যামেরিকা, কানাডার, অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশে মুক্তি পাবে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ।