ETV Bharat / sitara

কঙ্গনার সঙ্গে টুইটার ফাইট, একদিনে চার লক্ষ ফলোয়ার বাড়ল দিলজিতের - দিলজিৎ দোসাঞ্জের খবর

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে টুইটার ফাইটে নেটিজেনরা যে দিলজিৎ দোসাঞ্জের পাশেই রয়েছেন, তা স্পষ্ট । এক দিনে দিলজিতের টুইটার ফলোয়ার সংখ্যা বাড়ল চার লক্ষ । এতেই থেমে নেই, এখনও ফলোয়ার বাড়ছে লাফিয়ে লাফিয়ে ।

Diljit Doshanjh fight with kangana ranaut
Diljit Doshanjh fight with kangana ranaut
author img

By

Published : Dec 5, 2020, 10:37 AM IST

মুম্বই : এতদিনে কঙ্গনার সঙ্গে পাঙ্গা নেওয়ার সঠিক লোক এসেছে...নেটিজেনদের চোখে দিলজিৎ দোসাঞ্জের এমনই ইমেজ তৈরি হয়েছে সম্প্রতি । তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই পাঞ্জাবী গায়ক ও অভিনেতার ফলোয়ার সংখ্যা । নেটিজেনরা ভার্চুয়ালি সমর্থন জানাচ্ছেন তাঁকে ।

একদিনের মধ্যে দিলজিতের ফলোয়ার সংখ্যা বেড়েছে চার লক্ষ । শুধু এখানেই থেমে নেই তারা, প্রতি ঘণ্টায় তরতর করে তাঁর ফলোয়ারের সংখ্যা । কৃষকদের বিরুদ্ধে কঙ্গনার নোংরা মন্তব্য যে কেউই মেনে নিতে পারেননি, তা আজ স্পষ্ট ।

  • Koi Gal Ban Rahi aa Teri...

    Sanu Pata Tu Politics Join Karni an.. Par Ser Pair tan Hove Kisey Gal Da Yaar..

    Gal Sirf Kisaan Di Ho Rahi aa .. Te Ju Tu Bhaunki an Sadian Maava Lai Oh Ho Rahi aa.. Bhajj Na Hun

    Te Jehdi Film di gal Tu jod rahi an onu National award Mileya aa.. https://t.co/yX3eFfQV3s

    — DILJIT DOSANJH (@diljitdosanjh) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও দিলজিতের সব টুইটই পাঞ্জাবী ভাষায় লেখা, তবুও সেগুলো ভাইরাল হতে বেশি সময় লাগেনি । দিলজিৎকে 'করণ জোহরের পোষ্য' বলেন কঙ্গনা । তার উত্তরে দিলজিৎ পালটা লেখেন, "আপনি যাদের সঙ্গে কাজ করেছেন আপনি সবার পোষ্য ? তাহলে তো আপনার লিস্ট আরও লম্বা হবে ।"

কঙ্গনার আক্রমণের সামনে থেমে না গিয়ে দিলজিৎ এভাবেই লাগাতার উত্তর দিয়ে গেছেন । আর সেটাই পছন্দ হয়েছে নেটিজেনদের । যদিও তাতে কঙ্গনার কতটা পরিবর্তন হবে, সেটা জানা নেই । তবুও দিলজিৎকে সমর্থন জানাতে পিছপা হচ্ছেন না কেউই ।

এছাড়া গায়কের পক্ষ নিয়ে অসংখ্য মিমও ছড়িয়েছে সোশাল মিডিয়ায় । সেগুলো মাঝে মাঝে নিজের ওয়ালে শেয়ার করছেন দিলজিৎ ।

মুম্বই : এতদিনে কঙ্গনার সঙ্গে পাঙ্গা নেওয়ার সঠিক লোক এসেছে...নেটিজেনদের চোখে দিলজিৎ দোসাঞ্জের এমনই ইমেজ তৈরি হয়েছে সম্প্রতি । তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই পাঞ্জাবী গায়ক ও অভিনেতার ফলোয়ার সংখ্যা । নেটিজেনরা ভার্চুয়ালি সমর্থন জানাচ্ছেন তাঁকে ।

একদিনের মধ্যে দিলজিতের ফলোয়ার সংখ্যা বেড়েছে চার লক্ষ । শুধু এখানেই থেমে নেই তারা, প্রতি ঘণ্টায় তরতর করে তাঁর ফলোয়ারের সংখ্যা । কৃষকদের বিরুদ্ধে কঙ্গনার নোংরা মন্তব্য যে কেউই মেনে নিতে পারেননি, তা আজ স্পষ্ট ।

  • Koi Gal Ban Rahi aa Teri...

    Sanu Pata Tu Politics Join Karni an.. Par Ser Pair tan Hove Kisey Gal Da Yaar..

    Gal Sirf Kisaan Di Ho Rahi aa .. Te Ju Tu Bhaunki an Sadian Maava Lai Oh Ho Rahi aa.. Bhajj Na Hun

    Te Jehdi Film di gal Tu jod rahi an onu National award Mileya aa.. https://t.co/yX3eFfQV3s

    — DILJIT DOSANJH (@diljitdosanjh) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও দিলজিতের সব টুইটই পাঞ্জাবী ভাষায় লেখা, তবুও সেগুলো ভাইরাল হতে বেশি সময় লাগেনি । দিলজিৎকে 'করণ জোহরের পোষ্য' বলেন কঙ্গনা । তার উত্তরে দিলজিৎ পালটা লেখেন, "আপনি যাদের সঙ্গে কাজ করেছেন আপনি সবার পোষ্য ? তাহলে তো আপনার লিস্ট আরও লম্বা হবে ।"

কঙ্গনার আক্রমণের সামনে থেমে না গিয়ে দিলজিৎ এভাবেই লাগাতার উত্তর দিয়ে গেছেন । আর সেটাই পছন্দ হয়েছে নেটিজেনদের । যদিও তাতে কঙ্গনার কতটা পরিবর্তন হবে, সেটা জানা নেই । তবুও দিলজিৎকে সমর্থন জানাতে পিছপা হচ্ছেন না কেউই ।

এছাড়া গায়কের পক্ষ নিয়ে অসংখ্য মিমও ছড়িয়েছে সোশাল মিডিয়ায় । সেগুলো মাঝে মাঝে নিজের ওয়ালে শেয়ার করছেন দিলজিৎ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.