ETV Bharat / sitara

মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয়ের তুলনা ? নারাজ দিলজিৎ - দিলজিৎ দোসাঞ্জ

'সূরয পে মঙ্গল ভারি' ছবিতে মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ । তাঁদের অভিনয় নিয়ে জোর চর্চা চলছে বলিউডের বিভিন্ন মহল ও দর্শকের মধ্যে । তবে এই বিষয়টি নিয়ে নারাজ দিলজিৎ । মনোজ বাজপেয়ির মতো লেজেন্ডারি অভিনেতার সঙ্গে তাঁর তুলনা মানায় না, মত দিলজিতের ।

Diljit Doshanjh praises Manoj Bajpayee
Diljit Doshanjh praises Manoj Bajpayee
author img

By

Published : Nov 17, 2020, 4:22 PM IST

মুম্বই : লকডাউনের ফলে আট মাস বন্ধ ছিল সিনেমা হলগুলো । সম্প্রতি সারা দেশ জুড়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার । অনেক সতর্কবিধি মেনে কম সংখ্যক দর্শক নিয়ে চালু হয়েছে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলো । 'সূরয পে মঙ্গল ভারি' হল প্যান্ডেমিক পরবর্তী প্রথম বলিউড ফিল্ম যা মুক্তি পেয়েছে সিনেমা হলে ।

মনোজ বাজপেয়ি, দিলজিৎ দোসাঞ্জ ও ফাতিমা সানা শেখ অভিনয় করেছেন এই ছবিতে । তাঁদের অভিনয় নিয়ে জোর চর্চা চলছে বলিউডের বিভিন্ন মহল ও দর্শকের মধ্যে । তবে তবে এই বিষয়টি নিয়ে নারাজ দিলজিৎ । মনোজ বাজপেয়ির মতো লেজেন্ডারি অভিনেতার সঙ্গে তাঁর তুলনা মানায় না, মত দিলজিতের ।

IANS-কে দিলজিৎ বলেন, "উনি লিভিং লেজেন্ড । ছোটোবেলা থেকে আমি ওঁর ছবি দেখে বড় হয়েছি । অনেক অনুপ্রেরণা পেয়েছি আমি মনোজজীর থেকে ।"

Diljit Doshanjh praises Manoj Bajpayee
ছবিতে মনোজ ও দিলজিৎ

"1984 সালে আমার জন্ম । সেই সময় মনোজ বাজপেয়ি পাঞ্জাবে আসতেন থিয়েটার করতে । তাই আমার মনে হয় না আমার অভিনয়ের সঙ্গে ওঁর কোনওরকম তুলনা হতে পারে ।", বলে চলেন দিলজিৎ । অভিনয়ের গুরুর সঙ্গে নিজের তুলনা একদমই চান না তিনি ।

ছবিটি যে দর্শকের পছন্দ হচ্ছে, সেই নিয়ে খুশি দিলজিৎ । অভিষেক শর্মা পরিচালিত 'সূরয পে মঙ্গল ভারি' একটি কমেডি ড্রামা ।

মুম্বই : লকডাউনের ফলে আট মাস বন্ধ ছিল সিনেমা হলগুলো । সম্প্রতি সারা দেশ জুড়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার । অনেক সতর্কবিধি মেনে কম সংখ্যক দর্শক নিয়ে চালু হয়েছে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলো । 'সূরয পে মঙ্গল ভারি' হল প্যান্ডেমিক পরবর্তী প্রথম বলিউড ফিল্ম যা মুক্তি পেয়েছে সিনেমা হলে ।

মনোজ বাজপেয়ি, দিলজিৎ দোসাঞ্জ ও ফাতিমা সানা শেখ অভিনয় করেছেন এই ছবিতে । তাঁদের অভিনয় নিয়ে জোর চর্চা চলছে বলিউডের বিভিন্ন মহল ও দর্শকের মধ্যে । তবে তবে এই বিষয়টি নিয়ে নারাজ দিলজিৎ । মনোজ বাজপেয়ির মতো লেজেন্ডারি অভিনেতার সঙ্গে তাঁর তুলনা মানায় না, মত দিলজিতের ।

IANS-কে দিলজিৎ বলেন, "উনি লিভিং লেজেন্ড । ছোটোবেলা থেকে আমি ওঁর ছবি দেখে বড় হয়েছি । অনেক অনুপ্রেরণা পেয়েছি আমি মনোজজীর থেকে ।"

Diljit Doshanjh praises Manoj Bajpayee
ছবিতে মনোজ ও দিলজিৎ

"1984 সালে আমার জন্ম । সেই সময় মনোজ বাজপেয়ি পাঞ্জাবে আসতেন থিয়েটার করতে । তাই আমার মনে হয় না আমার অভিনয়ের সঙ্গে ওঁর কোনওরকম তুলনা হতে পারে ।", বলে চলেন দিলজিৎ । অভিনয়ের গুরুর সঙ্গে নিজের তুলনা একদমই চান না তিনি ।

ছবিটি যে দর্শকের পছন্দ হচ্ছে, সেই নিয়ে খুশি দিলজিৎ । অভিষেক শর্মা পরিচালিত 'সূরয পে মঙ্গল ভারি' একটি কমেডি ড্রামা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.