মুম্বই : সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা' নিয়ে দর্শকের কৌতুহলের শেষ নেই । ছবির ট্রেলার ইতিমধ্যেই বিশ্বের সর্বাধিক দেখা ট্রেলারে পরিণত হয়েছে । এবার জানা গেল ছবি মুক্তির সময় ।
'দিল বেচারা'-র পরিচালক মুকেশ ছাবড়া জানিয়েছেন, "আমরা শুক্রবার সন্ধে সাড়ে সাতটার সময় ছবি রিলিজ় করব । ভারতের সঙ্গে একই সময় অ্যামেরিকা, UK ও কানাডার মানুষরা এই ছবি দেখতে পারবেন । আমরা আগে থেকে সময়টা জানিয়ে দিচ্ছি, যাতে সবাই সব কাজ সেরে ছবি দেখার জন্য প্রস্তুত থাকতে পারেন ।"
মুকেশ আরও বলেন, "সাধারণত OTT প্ল্যাটফর্মে দর্শক একা একাই ছবি দেখেন । তাই মধ্যরাত্রে মুক্তি পায় সিনেমা । আমরা ইচ্ছে করেই সন্ধেবেলা ছবির প্রিমিয়ার রেখেছি, যাতে সবাই একসঙ্গে দেখতে পারেন ।"
তবে সুশান্তকে শেষবারের মতো বড় পরদায় দেখতে চেয়েছিলেন তাঁর ফ্যানেরা । তাই সিনেমা হলে 'দিল বেচারা'-র মুক্তি দাবি করেছিলেন তাঁরা । সেই আশা হয়তো পূরণ হল না । কিন্তু, তা সত্ত্বেও 'দিল বেচারা' স্মরণীয় হয়ে থাকবে দেশবাসীর মনে, স্মরণীয় হয়ে থাকবেন সুশান্ত ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">