ETV Bharat / sitara

আসছে 'দিল বেচারা'-র নতুন গান, লুক শেয়ার সঞ্জনার - Sanjana Sanghi

শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'দিল বেচারা'-র আরও একটি গান 'তারে গিন'। সম্প্রতি সেই গানের একটি ঝলক শেয়ার করেন সঞ্জনা ।

োে্
োে্
author img

By

Published : Jul 12, 2020, 8:01 PM IST

মুম্বই : কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক । গানের ভিডিয়ো জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত সিং রাজপুত । তার মাঝে কয়েক ঝলক দেখা গিয়েছে সঞ্জনা সাঙ্ঘিকে । সুশান্তের নাচ মন জয় করে নিয়েছিল দর্শকদের । শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবির আরও একটি গান 'তারে গিন'। সম্প্রতি সেই গানের একটি ঝলক শেয়ার করেন সঞ্জনা ।

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সঞ্জনা । সেখানে সুশান্তের সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । গানে তাঁদের ফার্স্টলুক এভাবেই শেয়ার করেন তিনি ।

ছবির ক্যাপশনের শুরুতে গানের কয়েকটা লাইন তুলে দেন সঞ্জনা । এরপর লেখেন, "আমার অন্যতম প্রিয় ক্যামেরার পিছনের মুহূর্ত । যখনই ছবিটি দেখি তখনই আমার খুব ভালো লাগে ।"

টাইটেল ট্র্যাকে কলেজের একটি অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করতে দেখা গিয়েছে সুশান্ত থুরি ম্যানিকে । অনবদ্য নাচের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন তিনি । তবে নাচকে কেবলমাত্র স্টেজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি । গানের তালে পৌঁছে যান দর্শকাসনেও । দর্শকদের সঙ্গেও কোমর দোলাতে দেখা যায় তাঁকে । আর সুশান্তের জীবনের এই শেষ গানে কোরিওগ্রাফি করেন ফারাহ খান ।

যদিও কোনও কিছুই আর দেখে যাওয়া হল না সুশান্তের । ছবির মুক্তির আগেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি । ইতিমধ্যেই সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ছবির ট্রেলার । গানের ভিডিয়োও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের । তবে ছবিটা দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার । তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে 24 জুলাই পর্যন্ত । কারণ ওই দিনই ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক । গানের ভিডিয়ো জুড়ে রয়েছেন শুধুই সুশান্ত সিং রাজপুত । তার মাঝে কয়েক ঝলক দেখা গিয়েছে সঞ্জনা সাঙ্ঘিকে । সুশান্তের নাচ মন জয় করে নিয়েছিল দর্শকদের । শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবির আরও একটি গান 'তারে গিন'। সম্প্রতি সেই গানের একটি ঝলক শেয়ার করেন সঞ্জনা ।

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সঞ্জনা । সেখানে সুশান্তের সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । গানে তাঁদের ফার্স্টলুক এভাবেই শেয়ার করেন তিনি ।

ছবির ক্যাপশনের শুরুতে গানের কয়েকটা লাইন তুলে দেন সঞ্জনা । এরপর লেখেন, "আমার অন্যতম প্রিয় ক্যামেরার পিছনের মুহূর্ত । যখনই ছবিটি দেখি তখনই আমার খুব ভালো লাগে ।"

টাইটেল ট্র্যাকে কলেজের একটি অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করতে দেখা গিয়েছে সুশান্ত থুরি ম্যানিকে । অনবদ্য নাচের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন তিনি । তবে নাচকে কেবলমাত্র স্টেজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি । গানের তালে পৌঁছে যান দর্শকাসনেও । দর্শকদের সঙ্গেও কোমর দোলাতে দেখা যায় তাঁকে । আর সুশান্তের জীবনের এই শেষ গানে কোরিওগ্রাফি করেন ফারাহ খান ।

যদিও কোনও কিছুই আর দেখে যাওয়া হল না সুশান্তের । ছবির মুক্তির আগেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি । ইতিমধ্যেই সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ছবির ট্রেলার । গানের ভিডিয়োও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের । তবে ছবিটা দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার । তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে 24 জুলাই পর্যন্ত । কারণ ওই দিনই ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.