ETV Bharat / sitara

চার বছরে বাবা-মায়ের ডিভোর্স সামলেছি, নিজের ডিভোর্স সামলানো কী ব্যাপার ? - দিয়া মির্জার খবর

স্বামী সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা গত বছর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন দিয়া মির্জা । সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ডিভোর্সের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী ।

Dia Mirza latest news  Dia Mirza Divirce  দিয়া মির্জার খবর  দিয়া মির্জার ডিভোর্স
Dia Mirza latest news Dia Mirza Divirce দিয়া মির্জার খবর দিয়া মির্জার ডিভোর্স
author img

By

Published : Feb 12, 2020, 12:22 PM IST

মুম্বই : বেশ অনেক বছর পর বড় পরদায় দেখা যাবে দিয়া মির্জাকে । অনুভব সিনহার 'থাপ্পড়' ছবিতে দেখা যাবে তাঁকে । ছবির প্রোমোশনে এখন তাই বেশ ব্যস্ত দিয়া । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁকে প্রশ্ন করা হয় বিবাহবিচ্ছেদ নিয়ে । খোলামেলা জবাব দেন অভিনেত্রী ।

দিয়া বলেন, "আমি সেলেব্রিটি বলেই যে আমার কষ্ট হয় না তা তো নয় । তবে 34 বছর আগে আমার বাবা-মায়ের ডিভোর্স আমায় অনেক শক্ত করে দিয়েছে । আমি নিজেকে এটাই বুঝিয়েছি যে, চার বছর বয়সে যদি বাবা-মায়ের ডিভোর্স সামলাতে পারি, তাহলে 37 বছর বয়সে নিজের ডিভোর্স সামলানো কী ব্যাপার ?"

Dia Mirza latest news  Dia Mirza Divirce  দিয়া মির্জার খবর  দিয়া মির্জার ডিভোর্স
সৌজন্যে সোশাল মিডিয়া

তিনি আরও বলেন, "নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই কয়েকটা সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তারা ভয় পায় । নিজেকে শক্ত করতে হবে, বোঝাতে হবে যে এই সময়টাও পেরিয়ে যাবে একদিন ।"

কীভাবে নিজেকে আনন্দে রাখেন দিয়া ? উত্তরে তিনি বলেন, "আমি নিজেকে মুক্ত করে দিই । 14 বছর ধরে আমি ধ্য়ান অভ্যাস করি । সকালগুলো আমি বাগান করি, আমি পুরো বাড়িটা সবুজে ভরপুর, সেখানে পাখি ডাকে, মৌমাছি ওড়ে । এগুলো না থাকলে তো শহরটা তোমার মধ্যে ঢুকে পড়বে, যেখানে শুধু ক্রুদ্ধ মানুষরা থাকে ।"

অনুভব সিনহার 'থাপ্পড়' মুক্তি পাবে 28 ফেব্রুয়ারি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : বেশ অনেক বছর পর বড় পরদায় দেখা যাবে দিয়া মির্জাকে । অনুভব সিনহার 'থাপ্পড়' ছবিতে দেখা যাবে তাঁকে । ছবির প্রোমোশনে এখন তাই বেশ ব্যস্ত দিয়া । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁকে প্রশ্ন করা হয় বিবাহবিচ্ছেদ নিয়ে । খোলামেলা জবাব দেন অভিনেত্রী ।

দিয়া বলেন, "আমি সেলেব্রিটি বলেই যে আমার কষ্ট হয় না তা তো নয় । তবে 34 বছর আগে আমার বাবা-মায়ের ডিভোর্স আমায় অনেক শক্ত করে দিয়েছে । আমি নিজেকে এটাই বুঝিয়েছি যে, চার বছর বয়সে যদি বাবা-মায়ের ডিভোর্স সামলাতে পারি, তাহলে 37 বছর বয়সে নিজের ডিভোর্স সামলানো কী ব্যাপার ?"

Dia Mirza latest news  Dia Mirza Divirce  দিয়া মির্জার খবর  দিয়া মির্জার ডিভোর্স
সৌজন্যে সোশাল মিডিয়া

তিনি আরও বলেন, "নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই কয়েকটা সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তারা ভয় পায় । নিজেকে শক্ত করতে হবে, বোঝাতে হবে যে এই সময়টাও পেরিয়ে যাবে একদিন ।"

কীভাবে নিজেকে আনন্দে রাখেন দিয়া ? উত্তরে তিনি বলেন, "আমি নিজেকে মুক্ত করে দিই । 14 বছর ধরে আমি ধ্য়ান অভ্যাস করি । সকালগুলো আমি বাগান করি, আমি পুরো বাড়িটা সবুজে ভরপুর, সেখানে পাখি ডাকে, মৌমাছি ওড়ে । এগুলো না থাকলে তো শহরটা তোমার মধ্যে ঢুকে পড়বে, যেখানে শুধু ক্রুদ্ধ মানুষরা থাকে ।"

অনুভব সিনহার 'থাপ্পড়' মুক্তি পাবে 28 ফেব্রুয়ারি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.