ETV Bharat / sitara

"প্রকৃতির মধ্যেই সব উত্তর লুকিয়ে", উপলব্ধি দিয়ার - দিয়া মির্জার খবর

বায়োলজিকাল ডাইভার্সিটিকে উৎসর্গ করা এই আন্তর্জাতিক দিবসে দিয়া মির্জার উপলব্ধি এটাই । দীর্ঘদিন ধরে প্রকৃতি আমাদের অনেক কিছু বোঝাতে চেয়েছে, আমরাই বুঝতে সময় নিয়েছি, মনে করেন অভিনেত্রী ।

dia mirza on nature
dia mirza on nature
author img

By

Published : May 22, 2020, 10:40 PM IST

মুম্বই : প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিতি রয়েছে দিয়া মির্জার । রাষ্ট্রপুঞ্জের সাস্টেনেবল ডেভলপমেন্ট গোলের অন্য়তম প্রবক্তা তিনি । ব্যক্তিগত ভাবেও পরিবেশ রক্ষায় অনেক উদ্যোগ নেন অভিনেত্রী । মাঝেমধ্যেই ট্রেকিং করে পৌঁছে যান প্রকৃতির কোলে ।

IANS-কে দিয়া বললেন, "প্রকৃতির মধ্য়েই সব উত্তর লুকিয়ে আছে । এটা একটা মেসেজ, যেটা প্রকৃতি আমাদের দিয়ে চলেছে অনেকদিন ধরে । আমরা সেটা বুঝতেও পেরেছি হয়তো, কিন্তু, সামগ্রিক ভাবে উপলব্ধি করিনি ।"

এই অতিমারী আমাদের সঙ্গে প্রকৃতির বন্ধনকে আরও প্রকট করে তুলেছে । দিয়া বললেন, "আমরা আজ বুঝতে পারছি প্রাকৃতিক দুনিয়ার সঙ্গে আমাদের বন্ধনের কথা । অতিমারী সেটা আমাদের বুঝিয়ে দিয়েছে । আমরা যা করি, করে চলেছি বা আগামীদিনে করব, সেটা কোথাও না কোথাও প্রকৃতির সঙ্গেই যুক্ত হবে ।"

দিয়া মনে করেন যে, প্রকৃতি নিজেই নিজেকে সুস্থ করে তুলবে । প্রকৃতি যেমন এত কাল ধরে দিয়েই গেছে, আর ভবিষ্যতেই দিয়ে যাবে, আমাদের সেই দান ফিরিয়ে দেওয়া উচিত, মত অভিনেত্রীর । তাহলেই ভারসাম্য রক্ষা হবে ।

বায়োলজিকাল ডাইভার্সিটির এই আন্তর্জাতিক দিবসে দিয়ার এই বার্তা সত্যিই ভেবে দেখার মতো ।

মুম্বই : প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিতি রয়েছে দিয়া মির্জার । রাষ্ট্রপুঞ্জের সাস্টেনেবল ডেভলপমেন্ট গোলের অন্য়তম প্রবক্তা তিনি । ব্যক্তিগত ভাবেও পরিবেশ রক্ষায় অনেক উদ্যোগ নেন অভিনেত্রী । মাঝেমধ্যেই ট্রেকিং করে পৌঁছে যান প্রকৃতির কোলে ।

IANS-কে দিয়া বললেন, "প্রকৃতির মধ্য়েই সব উত্তর লুকিয়ে আছে । এটা একটা মেসেজ, যেটা প্রকৃতি আমাদের দিয়ে চলেছে অনেকদিন ধরে । আমরা সেটা বুঝতেও পেরেছি হয়তো, কিন্তু, সামগ্রিক ভাবে উপলব্ধি করিনি ।"

এই অতিমারী আমাদের সঙ্গে প্রকৃতির বন্ধনকে আরও প্রকট করে তুলেছে । দিয়া বললেন, "আমরা আজ বুঝতে পারছি প্রাকৃতিক দুনিয়ার সঙ্গে আমাদের বন্ধনের কথা । অতিমারী সেটা আমাদের বুঝিয়ে দিয়েছে । আমরা যা করি, করে চলেছি বা আগামীদিনে করব, সেটা কোথাও না কোথাও প্রকৃতির সঙ্গেই যুক্ত হবে ।"

দিয়া মনে করেন যে, প্রকৃতি নিজেই নিজেকে সুস্থ করে তুলবে । প্রকৃতি যেমন এত কাল ধরে দিয়েই গেছে, আর ভবিষ্যতেই দিয়ে যাবে, আমাদের সেই দান ফিরিয়ে দেওয়া উচিত, মত অভিনেত্রীর । তাহলেই ভারসাম্য রক্ষা হবে ।

বায়োলজিকাল ডাইভার্সিটির এই আন্তর্জাতিক দিবসে দিয়ার এই বার্তা সত্যিই ভেবে দেখার মতো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.