মুম্বই : আগুনে ঝলসানো মৃত্যুপুরী চারিদিকে। মাঝখান দিয়ে হেঁটে আসছেন কঙ্গনা, হাতে বিশাল নলওয়ালা বন্দুক। মুখে রক্ত মাখামাখি। জিভ দিয়ে স্বাদ নিলেন তার। হ্যাঁ, 'ধাকড়'-এ এরকম কঙ্গনাকেই দেখা যাবে।
রজনীশ রেজ়ি ঘাইয়ের পরিচালনায় আসছে 'ধাকড়'। ছবিটির স্ক্রিনপ্লে লিখেছেন রীতেশ শাহ। ছবিটি প্রসঙ্গে কঙ্গনা এক সর্বভারতীয় সংবামাধ্য়মকে বলেন, "আমার ক্যারিয়ারের বেঞ্চমার্ক ছবি 'ধাকড়'। এরকম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ফিল্ম এই প্রথম। দিওয়ালিতে মুক্তি পাওয়ার পক্ষে একেবারে উপযুক্ত ছবি 'ধাকড়'।"
দেখে নিন 'ধাকড়'-এর 'ধাঁসু' টিজ়ার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">