ETV Bharat / sitara

একটা ঘরে ন'জন মহিলা, তারপর ? - কাজলের খবর

একটা ঘরে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মানসিকতার ন'জন মহিলা । সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন কাজল । ব্যাপারটা কী ?

Kajol latest film Devi
Kajol latest film Devi
author img

By

Published : Feb 25, 2020, 8:25 AM IST

মুম্বই : মুক্তি পেল কাজল অভিনীত 'দেবী'-র ট্রেলার । ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য তৈরি এই শর্টফিল্মে একজন নয়, দু'জন নয়, মোট ন'জন অভিনেত্রী । তবে মূল কান্ডারী কাজল ।

58 সেকেন্ডের সেই ট্রেলার দেখে খুব একটা বোঝা যাচ্ছে না ছবির বিষয়বস্তু । তবে এটা বোঝা যাচ্ছে যে, একটা ঘরে যদি বিভিন্ন মতের বিভিন্ন গোষ্ঠীর মহিলাকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে পরিস্থিতিটা খুব একটা মনোরম হয় না ।

ট্রেলারটি শেয়ার করে কাজল লিখেছেন, "ন'টি আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ন'জন ক্ষুব্ধ নারী, আর একটা কঠোর সত্যি । যদি তাদের একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কী হতে পারে ? রইল ঝলক । 2 মার্চ মুক্তি পাচ্ছে আমার শর্টফিল্ম 'দেবী', সঙ্গে থাকুন ।"

কাজল ছাড়া বাকি আট জন মহিলার চরিত্রে রয়েছেন নেহা ধুপিয়া, নীনা কুলকার্নি, শ্রুতি হাসান, মুক্তা ব্রেভ, শিবানী রঘুবংশী, সন্ধ্যা মাত্রে, রমা যোশী, রসহাস্যিনী দয়ামা । 'দেবী' লিখেছেন ও পরিচালনা করেছেন প্রিয়াঙ্কা ব্যানার্জি ।

অজয়-কাজলের 21 তম বিবাহবার্ষিকীর দিন মুক্তি পেল 'দেবী'-র ট্রেলার । বিশেষ দিনটিকে সেলিব্রেট করার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে ?

মুম্বই : মুক্তি পেল কাজল অভিনীত 'দেবী'-র ট্রেলার । ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য তৈরি এই শর্টফিল্মে একজন নয়, দু'জন নয়, মোট ন'জন অভিনেত্রী । তবে মূল কান্ডারী কাজল ।

58 সেকেন্ডের সেই ট্রেলার দেখে খুব একটা বোঝা যাচ্ছে না ছবির বিষয়বস্তু । তবে এটা বোঝা যাচ্ছে যে, একটা ঘরে যদি বিভিন্ন মতের বিভিন্ন গোষ্ঠীর মহিলাকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে পরিস্থিতিটা খুব একটা মনোরম হয় না ।

ট্রেলারটি শেয়ার করে কাজল লিখেছেন, "ন'টি আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ন'জন ক্ষুব্ধ নারী, আর একটা কঠোর সত্যি । যদি তাদের একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কী হতে পারে ? রইল ঝলক । 2 মার্চ মুক্তি পাচ্ছে আমার শর্টফিল্ম 'দেবী', সঙ্গে থাকুন ।"

কাজল ছাড়া বাকি আট জন মহিলার চরিত্রে রয়েছেন নেহা ধুপিয়া, নীনা কুলকার্নি, শ্রুতি হাসান, মুক্তা ব্রেভ, শিবানী রঘুবংশী, সন্ধ্যা মাত্রে, রমা যোশী, রসহাস্যিনী দয়ামা । 'দেবী' লিখেছেন ও পরিচালনা করেছেন প্রিয়াঙ্কা ব্যানার্জি ।

অজয়-কাজলের 21 তম বিবাহবার্ষিকীর দিন মুক্তি পেল 'দেবী'-র ট্রেলার । বিশেষ দিনটিকে সেলিব্রেট করার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.