ETV Bharat / sitara

Sabyasachi Mukherjee : চাপের মুখে বিতর্কিত মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরালেন সব্যসাচী

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র রবিবার সব্যসাচীর মঙ্গলসূত্রের বিজ্ঞাপনের বিরুদ্ধে সুর চড়িয়ে তা তুলে নেওয়ার নির্দেশ দেন ৷ নচেৎ দেশের অন্যতম জনপ্রিয় ডিজাইনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন ৷ এরপর বিতর্ক না বাড়িয়ে বিজ্ঞাপন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় সব্যসাচীর সংস্থার তরফে ৷

author img

By

Published : Nov 1, 2021, 11:42 AM IST

Updated : Nov 1, 2021, 1:54 PM IST

Sabyasachi Mukherjee
চাপের মুখে নতিস্বীকার সব্যসাচীর, তুললেন বিতর্কিত মঙ্গলসূত্রের বিজ্ঞাপন

নয়াদিল্লি, 1 নভেম্বর : ডিসেম্বরে তাঁরই ডিজাইন করা পোশাকে নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ভিকি-ক্যাট ৷ হাই-প্রোফাইল সেই বিয়ের পোশাক নিয়ে ব্যস্ততার মাঝেই তাল কেটেছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ৷ বিতর্কের কেন্দ্রে তাঁর ডিজাইন করা মঙ্গলসূত্রের বিজ্ঞাপন ৷ অন্তর্বাস পরা মডেলের গলায় মঙ্গলসূত্র ঝুলিয়ে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক বাধে ৷ দিনকয়েক ধরে এ নিয়ে সাইবার আক্রমণ, হুমকির মুখে পড়তে হচ্ছিল সব্যসাচীকে ৷ অবশেষে সেই চাপের কাছে মাথা নোয়ালেন তিনি ৷

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর হুমকির কাছে নতিস্বীকার করে তাঁর মঙ্গলসূত্র কালেকশনের বিজ্ঞাপন সরিয়ে নিলেন মানিকতলার ছেলে ৷ রবিবার সব্যসাচীর সংস্থার তরফ থেকে জানানো হয়, "ঐতিহ্য এবং সংস্কৃতিকে গতিশীল করার দৃষ্টিভঙ্গি নিয়ে মঙ্গলসূত্র বিজ্ঞাপনটি ক্ষমতায়ন এবং একত্রীকরনের কথা বলতে চেয়েছিল ৷ বিজ্ঞাপনটি উদযাপন করার লক্ষ্য নিয়ে বানানো হলেও আমরা মর্মাহত যে এটা একশ্রেণির মানুষকে আঘাত করেছে ৷ তাই আমরা বিজ্ঞাপনটি তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি ৷"

উল্লেখ্য, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র রবিবার সব্যসাচীর মঙ্গলসূত্রের বিজ্ঞাপনের বিরুদ্ধে সুর চড়িয়ে তা তুলে নেওয়ার নির্দেশ দেন ৷ নচেৎ দেশের অন্যতম জনপ্রিয় ডিজাইনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি ৷ এরপর বিতর্ক না বাড়িয়ে বিজ্ঞাপন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় সব্যসাচীর সংস্থার তরফে ৷

আরও পড়ুন : মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক, সব্যসাচীকে নোটিস বিজেপির আইনি উপদেষ্টার

এর আগে সব্যসাচীর বিরুদ্ধে ধর্মীর ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের পালঘরের বিজেপির আইনি উপদেষ্টা ৷ তাঁর বক্তব্য ছিল, অন্তর্বাস পরা মডেলের গলায় মঙ্গলসূত্র ঝুলিয়ে যেভাবে বিজ্ঞাপন তৈরি করেছেন সব্যসাচী, তা বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ বিজ্ঞাপনটি তুলে নেওয়ার জন্য সব্যসাচীকে 15 দিন সময় দিয়েছিলেন তিনি ৷

নয়াদিল্লি, 1 নভেম্বর : ডিসেম্বরে তাঁরই ডিজাইন করা পোশাকে নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ভিকি-ক্যাট ৷ হাই-প্রোফাইল সেই বিয়ের পোশাক নিয়ে ব্যস্ততার মাঝেই তাল কেটেছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ৷ বিতর্কের কেন্দ্রে তাঁর ডিজাইন করা মঙ্গলসূত্রের বিজ্ঞাপন ৷ অন্তর্বাস পরা মডেলের গলায় মঙ্গলসূত্র ঝুলিয়ে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক বাধে ৷ দিনকয়েক ধরে এ নিয়ে সাইবার আক্রমণ, হুমকির মুখে পড়তে হচ্ছিল সব্যসাচীকে ৷ অবশেষে সেই চাপের কাছে মাথা নোয়ালেন তিনি ৷

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর হুমকির কাছে নতিস্বীকার করে তাঁর মঙ্গলসূত্র কালেকশনের বিজ্ঞাপন সরিয়ে নিলেন মানিকতলার ছেলে ৷ রবিবার সব্যসাচীর সংস্থার তরফ থেকে জানানো হয়, "ঐতিহ্য এবং সংস্কৃতিকে গতিশীল করার দৃষ্টিভঙ্গি নিয়ে মঙ্গলসূত্র বিজ্ঞাপনটি ক্ষমতায়ন এবং একত্রীকরনের কথা বলতে চেয়েছিল ৷ বিজ্ঞাপনটি উদযাপন করার লক্ষ্য নিয়ে বানানো হলেও আমরা মর্মাহত যে এটা একশ্রেণির মানুষকে আঘাত করেছে ৷ তাই আমরা বিজ্ঞাপনটি তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি ৷"

উল্লেখ্য, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র রবিবার সব্যসাচীর মঙ্গলসূত্রের বিজ্ঞাপনের বিরুদ্ধে সুর চড়িয়ে তা তুলে নেওয়ার নির্দেশ দেন ৷ নচেৎ দেশের অন্যতম জনপ্রিয় ডিজাইনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি ৷ এরপর বিতর্ক না বাড়িয়ে বিজ্ঞাপন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় সব্যসাচীর সংস্থার তরফে ৷

আরও পড়ুন : মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে বিতর্ক, সব্যসাচীকে নোটিস বিজেপির আইনি উপদেষ্টার

এর আগে সব্যসাচীর বিরুদ্ধে ধর্মীর ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের পালঘরের বিজেপির আইনি উপদেষ্টা ৷ তাঁর বক্তব্য ছিল, অন্তর্বাস পরা মডেলের গলায় মঙ্গলসূত্র ঝুলিয়ে যেভাবে বিজ্ঞাপন তৈরি করেছেন সব্যসাচী, তা বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ বিজ্ঞাপনটি তুলে নেওয়ার জন্য সব্যসাচীকে 15 দিন সময় দিয়েছিলেন তিনি ৷

Last Updated : Nov 1, 2021, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.