ETV Bharat / sitara

রণবীরের সঙ্গে কী ধরনের সিনেমা করতে চান দীপিকা ? - দীপিকা পাডুকোন

রণবীরের সঙ্গে 'গলিয়োঁ কি রাসলীলা রামলীলা', 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত' এর মতো ছবিতে অভিনয় করতে পছন্দ করেন দীপিকা ।

dg
gf
author img

By

Published : Jan 3, 2020, 2:55 PM IST

মুম্বই : রণবীর সিংয়ের সঙ্গে ইতিমধ্যেই তিনটি ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন । তিনটি ছবিই একটু অন্য ধরনের । ছবিগুলিতে একটা অন্য যুগকে তুলে ধরা হয়েছিল । আর রণবীরের সঙ্গে এই ধরনের ছবিতে একসঙ্গে অভিনয় করতে খুবই ভালোবাসেন দীপিকা । এই চরিত্রগুলি তাঁর মন ভালো করে দেয় ।

'গলিয়োঁ কি রাসলীলা রামলীলা', 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত' ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা । আর ছবিগুলি তাঁর খুব পছন্দের । এ প্রসঙ্গে দীপিকা বলেন, "রণবীরের সঙ্গে এই ধরনের ছবিতে কাজ করতে খুবই ভালো লাগে । ওই ছবিগুলির ভাষা একেবারেই আলাদা । বেশ মজাদার । এমনকী, আমরা ওই চরিত্রগুলির কথা ভেবে বেশ মজা পাই । মনে হয় ওই অভিনেতার সঙ্গেই কাজ করেছিলাম । ওই চরিত্রগুলি একেবারে অন্যরকম ছিল । পোশাক থেকে শুরু করে সেট সবই ছিল আলাদা । বেশ রিফ্রেশিং । ওই পোশাক পরে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকতাম । বেশ ভালো লাগত ।"

1983 সালে কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয় ভারত । যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসেবে লেখা রয়েছে । সেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত । কপিল দেবের পারফরম্যান্স ছিল অসাধারণ । এবার সিলভার স্ক্রিনে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর । আর স্ক্রিনে কপিল দেবের স্ত্রী রোমি দেবীর চরিত্রে দীপিকা । কবীর সিংয়ের '৮৩' ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের ।

এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে দীপিকা বলেন, "আমার বাবা একজন খেলাধুলো করতেন । আর বাবাকে খুবই সাপোর্ট করত মা । বাবার সাফল্যের পিছনে মায়ের অবদান অনেক বেশি । আর সেই কারণেই এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিই ।"

এই ছবি ছাড়াও এখন 'ছপাক'-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা । সেখানে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি । 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : রণবীর সিংয়ের সঙ্গে ইতিমধ্যেই তিনটি ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন । তিনটি ছবিই একটু অন্য ধরনের । ছবিগুলিতে একটা অন্য যুগকে তুলে ধরা হয়েছিল । আর রণবীরের সঙ্গে এই ধরনের ছবিতে একসঙ্গে অভিনয় করতে খুবই ভালোবাসেন দীপিকা । এই চরিত্রগুলি তাঁর মন ভালো করে দেয় ।

'গলিয়োঁ কি রাসলীলা রামলীলা', 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত' ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা । আর ছবিগুলি তাঁর খুব পছন্দের । এ প্রসঙ্গে দীপিকা বলেন, "রণবীরের সঙ্গে এই ধরনের ছবিতে কাজ করতে খুবই ভালো লাগে । ওই ছবিগুলির ভাষা একেবারেই আলাদা । বেশ মজাদার । এমনকী, আমরা ওই চরিত্রগুলির কথা ভেবে বেশ মজা পাই । মনে হয় ওই অভিনেতার সঙ্গেই কাজ করেছিলাম । ওই চরিত্রগুলি একেবারে অন্যরকম ছিল । পোশাক থেকে শুরু করে সেট সবই ছিল আলাদা । বেশ রিফ্রেশিং । ওই পোশাক পরে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকতাম । বেশ ভালো লাগত ।"

1983 সালে কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয় ভারত । যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসেবে লেখা রয়েছে । সেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত । কপিল দেবের পারফরম্যান্স ছিল অসাধারণ । এবার সিলভার স্ক্রিনে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর । আর স্ক্রিনে কপিল দেবের স্ত্রী রোমি দেবীর চরিত্রে দীপিকা । কবীর সিংয়ের '৮৩' ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের ।

এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে দীপিকা বলেন, "আমার বাবা একজন খেলাধুলো করতেন । আর বাবাকে খুবই সাপোর্ট করত মা । বাবার সাফল্যের পিছনে মায়ের অবদান অনেক বেশি । আর সেই কারণেই এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিই ।"

এই ছবি ছাড়াও এখন 'ছপাক'-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা । সেখানে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি । 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.