ETV Bharat / sitara

রণবীরের সঙ্গে '83'-তে কাজ করে সতেজ লাগছে দীপিকার

বিয়ের আগে একাধিকবার একসঙ্গে সিলভার স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা ও রণবীর । যদিও সেই ছবিগুলিকে একটি বিশেষ যুগকে তুলে ধরা হয়েছিল । বিয়ের পর প্রথমবার '83' ছবিতে রণবীরের সঙ্গে কাজ করছেন দীপিকা । আর এই ধরনের ছবিতে রণবীরের সঙ্গে কাজ করে সতেজ লাগছে বলে জানিয়েছেন তিনি ।

্িু
্িু
author img

By

Published : Feb 23, 2020, 3:21 PM IST

মুম্বই : বিয়ের পর প্রথমবার '83' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং । বিয়ের আগে 'গলিয়োঁ কি রাসলীলা রামলীলা' ও 'বাজিরাও মস্তানি' ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা । '83' ছবিতে একজন দম্পতির চরিত্রেই দেখা যাবে তাঁদের । আর রণবীরের সঙ্গে এই ধরনের ছবিতে কাজ করার মাধ্যমে সতেজ হয়ে উঠেছেন বলে মনে করেন দীপিকা ।

সালটা 1983 । কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয় ভারত । যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসেবে লেখা রয়েছে । সেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত । কপিল দেবের পারফরম্যান্স ছিল অসাধারণ । মূলত বিশ্বকাপের কাহিনি ফুটিয়ে তোলা হবে '83' ছবিতে । সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর । আর কপিল স্ত্রী রোমি দেবের চরিত্রে দীপিকা । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিতে দীপিকার ফার্স্টলুক ।

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে দীপিকা বলেন, "এটা খুবই ভালো । রণবীরের সঙ্গে এই ধরনের ছবিতে কাজ করে সতেজ লাগছে । কারণ এর আগে যে ধরনের ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি তা একেবারেই অন্যরকম ছিল । সেখানে অন্য একটি যুগকে তুলে ধরা হয়েছিল । কস্টিউম থেকে শুরু করে চরিত্র, সংলাপ সবই ছিল অন্যরকম । আগে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি সেগুলি নিয়ে মাঝে মধ্যেই আমরা কথা বলি । ভবিষ্যতে একসঙ্গে আরও অন্যধরনের ছবিতে কাজ করতে চাই ।"

প্রযোজক হিসেবে প্রথমবার 'ছপ্পাক' ছবিতে কাজ করেছিলেন দীপিকা । একজন অ্যাসিড আক্রান্তের লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয় ছবিতে । তবে একজন প্রযোজক হিসেবে কী ধরনের ছবি বেছে নেন তিনি ? একটি সাক্ষাৎকারে সম্প্রতি এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে । তার উত্তরে তিনি বলেন, "একজন অভিনেতার দিক থেকে আমি চিন্তাভাবনা করি । যখন আমাকে অভিনেতা হিসেবে কোনও ছবির জন্য বলা হয় তখন ভেবে দেখি যে সেই ছবিতে অতিরিক্ত প্রযোজনার কোনও প্রয়োজন আছে কি না । তারপরই প্রযোজক হিসেবে কাজ করি ।"

কাজের দিক থেকে '83' ছাড়াও সঞ্জয় লীলা বনশালির ছবি 'মহাভারত'-এ অভিনয় করবেন দীপিকা । সেখানে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন তিনি । দ্রৌপদীর আঙ্গিকেই তৈরি করা হবে ছবিটি ।

মুম্বই : বিয়ের পর প্রথমবার '83' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং । বিয়ের আগে 'গলিয়োঁ কি রাসলীলা রামলীলা' ও 'বাজিরাও মস্তানি' ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা । '83' ছবিতে একজন দম্পতির চরিত্রেই দেখা যাবে তাঁদের । আর রণবীরের সঙ্গে এই ধরনের ছবিতে কাজ করার মাধ্যমে সতেজ হয়ে উঠেছেন বলে মনে করেন দীপিকা ।

সালটা 1983 । কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয় ভারত । যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসেবে লেখা রয়েছে । সেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত । কপিল দেবের পারফরম্যান্স ছিল অসাধারণ । মূলত বিশ্বকাপের কাহিনি ফুটিয়ে তোলা হবে '83' ছবিতে । সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর । আর কপিল স্ত্রী রোমি দেবের চরিত্রে দীপিকা । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিতে দীপিকার ফার্স্টলুক ।

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে দীপিকা বলেন, "এটা খুবই ভালো । রণবীরের সঙ্গে এই ধরনের ছবিতে কাজ করে সতেজ লাগছে । কারণ এর আগে যে ধরনের ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি তা একেবারেই অন্যরকম ছিল । সেখানে অন্য একটি যুগকে তুলে ধরা হয়েছিল । কস্টিউম থেকে শুরু করে চরিত্র, সংলাপ সবই ছিল অন্যরকম । আগে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি সেগুলি নিয়ে মাঝে মধ্যেই আমরা কথা বলি । ভবিষ্যতে একসঙ্গে আরও অন্যধরনের ছবিতে কাজ করতে চাই ।"

প্রযোজক হিসেবে প্রথমবার 'ছপ্পাক' ছবিতে কাজ করেছিলেন দীপিকা । একজন অ্যাসিড আক্রান্তের লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয় ছবিতে । তবে একজন প্রযোজক হিসেবে কী ধরনের ছবি বেছে নেন তিনি ? একটি সাক্ষাৎকারে সম্প্রতি এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে । তার উত্তরে তিনি বলেন, "একজন অভিনেতার দিক থেকে আমি চিন্তাভাবনা করি । যখন আমাকে অভিনেতা হিসেবে কোনও ছবির জন্য বলা হয় তখন ভেবে দেখি যে সেই ছবিতে অতিরিক্ত প্রযোজনার কোনও প্রয়োজন আছে কি না । তারপরই প্রযোজক হিসেবে কাজ করি ।"

কাজের দিক থেকে '83' ছাড়াও সঞ্জয় লীলা বনশালির ছবি 'মহাভারত'-এ অভিনয় করবেন দীপিকা । সেখানে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন তিনি । দ্রৌপদীর আঙ্গিকেই তৈরি করা হবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.