মুম্বই : দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে মহাভারতের গল্প নিয়ে তৈরি করা হবে নতুন ছবি । আর মুখ্য অর্থাৎ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন । ছবির প্রযোজনা করবেন মধু মন্টেনা ।
এই চরিত্রটির জন্য খুব খুশি দীপিকা । এমনকী এই চরিত্রটিকে 'রোল অফ লাইফটাইম' বলেছেন তিনি । বলেন, "এই চরিত্রে অভিনয় করব জেনে আমি খুবই আনন্দিত । মহাভারত পৌরাণিক কাহিনি হিসেবে খুবই জনপ্রিয় । কিন্তু, মহাভারতের বেশিরভাগ গল্পই বলা হয়েছে পুরুষের দৃষ্টিকোণ থেকে । আর এবার দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে বলা হবে । নতুন দৃষ্টিকোণ থেকে বলা এই কাহিনি শুধু আকর্ষণীয়ই নয়, যথেষ্ট গুরুত্বপূর্ণ ।"
ছবি সম্পর্কে মধু মন্টেনা বলেন, "মহাভারতের গল্প আমরা প্রায় সবাই জানি । আর আমাদের ছবির আলাদা বিষয়টি হল এই একই গল্প দেখানো হবে দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে । যিনি দেশের সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র । আর দীপিকা যদি এই ছবিতে কাজ না করতেন তাহলে আমরা কখনওই ছবিতে এতটা গুরুত্ব দিতাম না ।"
সব ঠিক থাকলে 2021 সালের দীপাবলির সময় মুক্তি পাবে ছবিটি ।
কাজের দিক থেকে এখন 'ছপাক' ছবি নিয়ে ব্যস্ত দীপিকা । সেখানে অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করবেন তিনি । আবার ছবিটি প্রযোজনাও করবেন ।