মুম্বই : কথাতেই আছে, বৈপরীত্য আকর্ষণ করে। তার জলজ্যান্ত প্রমাণ দীপিকা-রণবীরের সম্পর্ক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রণবীর প্রসঙ্গে অনেক কথা বললেন দীপিকা।
তিনি বললেন, "রণবীরের মধ্য়ে লোক দেখানো কোনও ব্যাপার নেই। কিছু লুকিয়ে রাখার ব্যাপার নেই। মানুষ ওঁকে ভালোবাসুক বা ঘৃণা করুক, ওঁর এই স্বভাবটার জন্যই করে। কিন্তু, ও এরকমই।"
তিনি আরও বলেন, "ও খুব জেনুইন। নিজের অনুভূতি প্রকাশ করতে পারে খুব সহজেই। ও কাঁদতেও ভয় পায় না। আর রণবীরের এই ব্যাপারটাই আমার সবথেকে ভালো লাগে।"
দীপিকা আরও একটি বিষয় নিয়ে বার্তা দিলেন এদিন। সেটা MeToo প্রসঙ্গে। যৌন হেনস্থা সংক্রান্ত কোনও ব্যাপারে যুক্ত থাকা কারো সঙ্গে তিনি কাজ করবেন না। অভিনেত্রীর সাফ উত্তর, "না, আমি করব না।"
- View this post on Instagram
cuddles & snuggles! smashed in the middle!❤️ @ranveersingh @anishapadukone
">