মুম্বই : রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর দীপিকার এই ডিপ্রেশনের সমস্যা শুরু হয়। সমস্যাটা এতটাই বেড়ে যায় যে,প্রতিটা সেকেন্ড নিজের সঙ্গে যুদ্ধ করতে হত তাঁকে। সম্প্রতি এক চ্যাট শোয়ে এমনটাই জানালেন অভিনেত্রী।
দীপিকা বলেন, "যেই শব্দটা আমার সেই অবস্থাকে সবথেকে ভালো করে বিশ্লেষণ করতে পারবে, সেটা হল যুদ্ধ। প্রতিটা সেকেন্ড আমার জন্য যুদ্ধ ছিল। পুরো সময়টা আমি বিরক্ত হয়ে থাকতাম।"
তবে দীপিকার মতে সাধারণ মানুষ এখনও মন খারাপ আর ডিপ্রেশনের পার্থক্যটা ঠিক বুঝতে পারেন না। তিনি বললেন, "অনেক মানুষ এটাকে ছোটোখাটো মন খারাপ বলে ধরে নেয়। সম্প্রতি একজন মেল স্টার (পড়ুন সলমন খান) বলেন যে, তাঁর ডিপ্রেসড হওয়ার কোনও বিলাসিতা নেই। এমন করে তিনি কথাটি বলেছেন যেন, আপনার কাছে অন্য বিকল্প রয়েছে।"
অনেকেরই এই ধারণাটা রয়েছে যে, একজনের কাছে অর্থ, যশ, খ্যাতি থাকলেই তাঁর আর ডিপ্রেশন হতে পারে না। তবে দীপিকার মতে এটা ভুল ধারণা। এটা একটা ক্লিনিকাল অবস্থা, যার জন্য চিকিৎসার সাহায্য নিতেই হয়।