ETV Bharat / sitara

'ছপাক'-এর ব্যর্থতা অতীত, একের পর এক কাজ দীপিকার ঝুলিতে - দীপিকা পাড়ুকোনের খবর

নতুন বছরে একের পর এক কাজে ব্যস্ত থাকবেন দীপিকা পাড়ুকোন । 2020 সালে 'ছপাক'-এর ব্যর্থতার পর আবার নিজের ক্যারিশ্মায় ফিরতে চলেছেন অভিনেত্রী ।

deepika padukone next project
deepika padukone next project
author img

By

Published : Jan 19, 2021, 12:16 PM IST

মুম্বই : 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'-এর মতো পিরিয়ড ফিল্মে অভিনয়ের পর একেবারে অন্যধারার ছবি 'ছপাক'-এ অভিনয় করেন দীপিকা পাড়ুকোন । কিন্তু, সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । তবে থেমে থাকলেন না দীপিকা । একঝাঁক নতুন ছবি নিয়ে আসছেন অভিনেত্রী ।

দীপিকা এই মুহূর্তে শকুন বতরা পরিচালিত এক রোম্যান্টিক ছবির শুটিং করছেন । একইসঙ্গে চলছে 'পাঠান'-এর শুটিং । এই ছবিতে দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ।

অভিনেত্রী জানালেন, "শকুন বতরার ছবিটি সম্পর্কের গল্প বলে । ভারতীয় সিনেমায় এমন সম্পর্কের কথা আগে শোনা যায়নি । তারপর রয়েছে 'পাঠান' । শাহরুখ খানের সঙ্গে অ্যাকশন ফিল্ম । তাছাড়া প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের ছবিটাও করছি ।"

deepika padukone next project
.

তালিকা এখানেই শেষ নয় । দীপিকা বলে চলেন, "অ্যানে হাথওয়ের 'দ্য ইনটার্ন'-এর হিন্দি রিমেক করার কথা চলছে । এই সময়ের উপযোগী ছবি সেটি । আর এই দেশের সবচেয়ে প্রিয় গল্প 'মহাভারত'-এ আমি রয়েছি দ্রৌপদীর চরিত্রে । পুরো পৃথিবীকে গল্পটা বলতে চাই আমি ।"

শুনেই বোঝা গেল যে, দীপিকার তালিকা নেহাত ছোটো নয় । 'ছপাক'-এর ব্যর্থতা কাটিয়ে তিনি পুরোদমে লেগে পড়েছেন নতুন অধ্যায় তৈরিতে ।

মুম্বই : 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'-এর মতো পিরিয়ড ফিল্মে অভিনয়ের পর একেবারে অন্যধারার ছবি 'ছপাক'-এ অভিনয় করেন দীপিকা পাড়ুকোন । কিন্তু, সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । তবে থেমে থাকলেন না দীপিকা । একঝাঁক নতুন ছবি নিয়ে আসছেন অভিনেত্রী ।

দীপিকা এই মুহূর্তে শকুন বতরা পরিচালিত এক রোম্যান্টিক ছবির শুটিং করছেন । একইসঙ্গে চলছে 'পাঠান'-এর শুটিং । এই ছবিতে দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ।

অভিনেত্রী জানালেন, "শকুন বতরার ছবিটি সম্পর্কের গল্প বলে । ভারতীয় সিনেমায় এমন সম্পর্কের কথা আগে শোনা যায়নি । তারপর রয়েছে 'পাঠান' । শাহরুখ খানের সঙ্গে অ্যাকশন ফিল্ম । তাছাড়া প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের ছবিটাও করছি ।"

deepika padukone next project
.

তালিকা এখানেই শেষ নয় । দীপিকা বলে চলেন, "অ্যানে হাথওয়ের 'দ্য ইনটার্ন'-এর হিন্দি রিমেক করার কথা চলছে । এই সময়ের উপযোগী ছবি সেটি । আর এই দেশের সবচেয়ে প্রিয় গল্প 'মহাভারত'-এ আমি রয়েছি দ্রৌপদীর চরিত্রে । পুরো পৃথিবীকে গল্পটা বলতে চাই আমি ।"

শুনেই বোঝা গেল যে, দীপিকার তালিকা নেহাত ছোটো নয় । 'ছপাক'-এর ব্যর্থতা কাটিয়ে তিনি পুরোদমে লেগে পড়েছেন নতুন অধ্যায় তৈরিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.