মুম্বই : 'গুলাবো সিতাবো'-র অন্যতম আকর্ষণ হল ছবির কাস্টিং । অমিতাভ আর আয়ুষ্মানের যুগলবন্দী যে জমবে ভালো সেটা বুঝতে বাকি নেই দর্শকের । আর রণবীর-দীপিকার রিসেপশনেই আয়ুষ্মানকে এই ফিল্মের জন্য রাজি করান পরিচালক সুজিত ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুজিত বলেন, "হ্যাঁ, ও (আয়ুষ্মান) আমার প্রথম চয়েজ় ছিল । তবে সেই নিয়ে আমাদের তর্কবিতর্ক কম হয়নি । প্রথম অমিতাভ বচ্চনকে কাস্ট করা হয়, আয়ুষ্মানের কাস্টিং পরে হয় । রণবীর-দীপিকার রিসেপশনের দিনই আমি আয়ুষ্মানকে একটা বেসিক গল্প শোনাই । আর সেদিনই ও কাজটা করতে রাজি হয় ।"
অর্থাৎ রণবীর-দীপিকার রিসেপশনেই সুজিত খুঁজে পান তাঁর 'বাঁকে সিরোহী'-কে । সুজিত বলেন, "ছবির ন্যারেশন শোনার পর থেকে আয়ুষ্মান উত্তেজিত হয়ে পড়ে, প্রায় লাফাতে শুরু করে । ওই রিসেপশনেই হয় পুরো ঘটনাটা । হঠাৎ মনে পড়ে গেল ।"
আজ অর্থাৎ 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'গুলাবো সিতাবো' । সমালোচক ও দর্শকের থেকে বেশ ভালো রিভিউ পাচ্ছে এই ছবি । সব মিলিয়ে দীপিকা-রণবীরের রিসেপশনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই ছবির জন্য !