ETV Bharat / sitara

ধর্ম বিশ্বাস বিপন্ন, অভিনয় ছাড়লেন দঙ্গলখ্যাত জ়ায়রা - social media

'দঙ্গল' দিয়ে যাত্রা শুরু বলিউডে । তবে আর সিনেমা জগতে থাকতে চান না । সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা জানালেন অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম । লিখলেন, "ধর্মের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হচ্ছে ।"

জ়ায়রা ওয়াসিম
author img

By

Published : Jun 30, 2019, 7:31 PM IST

শ্রীনগর : 18 বছরের জ়ায়রা তাঁর ফেসবুকে একটি পোস্ট করে সিনেমা জগৎ থেকে দূরে থাকার কথা জানালেন । তিনি লেখেন, "পাঁচ বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যা আমার জীবন পুরো পালটে দিয়েছে । আমি বলিউডে আসি । এটি আমাকে জনপ্রিয় করে তোলে । আমি এখানে পুরোপুরি মিশে গেলেও এই জায়গার জন্য আমি নই ।"

তাঁর এই পোস্টের পক্ষে টুইট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা । তিনি লেখেন, "জ়ায়রার পছন্দ নিয়ে প্রশ্ন করার আমরা কে ? তিনি তাঁর ইচ্ছে মতো জীবন কাটাবেন । আশা করি তিনি যা করবেন তা যেন তাঁকে খুশি রাখে ।"

জ়ায়রা তাঁর পোস্টে কোরানের অনেক অংশ তুলে ধরেছেন । সঙ্গে তিনি জানান, এটি তাঁকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছে । তাঁর জীবনের মানেও পরিবর্তন করেছে ।

'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবিতে একটি চরিত্রে দেখা যাবে জ়ায়রাকে । ছবিতে তিনি ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস, ফারহান আখতার । ছবির শুটিং মার্চেই শেষ হয়ে গেছে ।

শ্রীনগর : 18 বছরের জ়ায়রা তাঁর ফেসবুকে একটি পোস্ট করে সিনেমা জগৎ থেকে দূরে থাকার কথা জানালেন । তিনি লেখেন, "পাঁচ বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যা আমার জীবন পুরো পালটে দিয়েছে । আমি বলিউডে আসি । এটি আমাকে জনপ্রিয় করে তোলে । আমি এখানে পুরোপুরি মিশে গেলেও এই জায়গার জন্য আমি নই ।"

তাঁর এই পোস্টের পক্ষে টুইট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা । তিনি লেখেন, "জ়ায়রার পছন্দ নিয়ে প্রশ্ন করার আমরা কে ? তিনি তাঁর ইচ্ছে মতো জীবন কাটাবেন । আশা করি তিনি যা করবেন তা যেন তাঁকে খুশি রাখে ।"

জ়ায়রা তাঁর পোস্টে কোরানের অনেক অংশ তুলে ধরেছেন । সঙ্গে তিনি জানান, এটি তাঁকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছে । তাঁর জীবনের মানেও পরিবর্তন করেছে ।

'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবিতে একটি চরিত্রে দেখা যাবে জ়ায়রাকে । ছবিতে তিনি ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস, ফারহান আখতার । ছবির শুটিং মার্চেই শেষ হয়ে গেছে ।

Intro:Body:

Zaira Wasim


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.