ETV Bharat / sitara

COVID Attack in Bollywood : করোনা আক্রান্ত সুজেন খান-বীর দাস, খুশি কাপুরের সংক্রমণের খবরে ধোঁয়াশা - bollywood celebrities covid positive

বলিউডে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ (COVID Attack in Bollywood) ৷ এবার অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী তথা বলিউডের ইন্টিরিয়র ডিজাইনার সুজেন খান করোনা আক্রান্ত হয়েছেন (sussanne khan covid positive) ৷ করোনা পজিটিভ অভিনেতা বীর দাসও (vir das covid positive) ৷ সেই সঙ্গে পরিচালক-প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশির করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যাচ্ছে ৷

COVID Attack in Bollywood
COVID Attack in Bollywood
author img

By

Published : Jan 11, 2022, 1:22 PM IST

হায়দরাবাদ, 11 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী তথা বলিউড তারকাদের ইন্টিরিয়র ডিজাইনার সুজেন খান (sussanne khan covid positive) ৷ তিনি নিজেই ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন ৷ অন্যদিকে, অভিনেতা তথা কমেডিয়ান বীর দাসও করোনা পজিটিভ ৷ তিনিও সোশ্যাল মিডিয়ায় নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ৷ পাশাপাশি একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, পরিচালক প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও করোনা আক্রান্ত ৷ তবে, এই খবরের সত্যতা এখনও জানা যায়নি (COVID Attack in Bollywood) ৷

মঙ্গলবর সুজেন খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ সেখানে সুজেন জানিয়েছেন, ‘‘2 বছর ধরে কোভিড-19’র ছোবল থেকে বাঁচার পর, 2022এ তৃতীয় বর্ষে একগুঁয়ে ওমিক্রন আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে হারিয়ে দিয়েছে ৷ গত রাতে আমার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সবাই নিরাপদে থাকুন এবং নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ খেয়াল রাখুন ৷ এটি খুবই সংক্রামক ৷’’

আরও পড়ুন : Lata Mangeshkar covid positive: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালে

পাশাপাশি অভিনেতা বীর দাসও তাঁর করোনা সংক্রমণের কথা জানিয়ে গতকাল রাতে একটি পোস্ট করেন (vir das covid positive) ৷ সেই সঙ্গে সামান্য উপসর্গ রয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ বীর দাস তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘সঠিক ৷ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সামান্য উপসর্গ রয়েছে ৷ শরীরে এবং গলায় ব্যাথা রয়েছে ৷ বাড়িতেই আইসোলেশনে রয়েছি ৷ গত মাসে কেবলমাত্র 2 জনের সংস্পর্শে এসেছিলাম এবং সৌভাগ্যবশত তাঁদের দু’জনের রিপোর্টই নেগেটিভ এসেছে ৷’’

আরও পড়ুন : Mahesh Babu's brother passes away : দাদা প্রয়াত, শোকের দিনে পরিবারের থেকে দূরে করোনা আক্রান্ত মহেশ বাবু

এরপর আরও একটি ইনস্টাগ্রাম পোস্টে নিজের আইসোলেশনে কাটানো সময় নিয়েও নিজের অনুরাগীদের জানান ৷ এরই মধ্যে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে ৷ তবে, এ নিয়ে খুশির তরফে বা তাঁর বাবা বনি কাপুর, দিদি জাহ্নবির তরফে নিশ্চিত করা হয়নি ৷ তবে সূত্রের খবর, তিনি নিজেকে কোয়ারেন্টাইন করে রেখেছেন (khushi kapoor covid positive) ৷ আর তাঁরা বাবা বনি কাপুর এবং দিদি জাহ্নবি কাপুরও আলাদা রয়েছেন ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে বনি কাপুরের ছেলে অভিনেতা অর্জুন কাপুর দ্বিতীয়বার করোনা পজিটিভ হন ৷

হায়দরাবাদ, 11 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী তথা বলিউড তারকাদের ইন্টিরিয়র ডিজাইনার সুজেন খান (sussanne khan covid positive) ৷ তিনি নিজেই ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন ৷ অন্যদিকে, অভিনেতা তথা কমেডিয়ান বীর দাসও করোনা পজিটিভ ৷ তিনিও সোশ্যাল মিডিয়ায় নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ৷ পাশাপাশি একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, পরিচালক প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও করোনা আক্রান্ত ৷ তবে, এই খবরের সত্যতা এখনও জানা যায়নি (COVID Attack in Bollywood) ৷

মঙ্গলবর সুজেন খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ সেখানে সুজেন জানিয়েছেন, ‘‘2 বছর ধরে কোভিড-19’র ছোবল থেকে বাঁচার পর, 2022এ তৃতীয় বর্ষে একগুঁয়ে ওমিক্রন আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে হারিয়ে দিয়েছে ৷ গত রাতে আমার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সবাই নিরাপদে থাকুন এবং নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ খেয়াল রাখুন ৷ এটি খুবই সংক্রামক ৷’’

আরও পড়ুন : Lata Mangeshkar covid positive: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালে

পাশাপাশি অভিনেতা বীর দাসও তাঁর করোনা সংক্রমণের কথা জানিয়ে গতকাল রাতে একটি পোস্ট করেন (vir das covid positive) ৷ সেই সঙ্গে সামান্য উপসর্গ রয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ বীর দাস তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘সঠিক ৷ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সামান্য উপসর্গ রয়েছে ৷ শরীরে এবং গলায় ব্যাথা রয়েছে ৷ বাড়িতেই আইসোলেশনে রয়েছি ৷ গত মাসে কেবলমাত্র 2 জনের সংস্পর্শে এসেছিলাম এবং সৌভাগ্যবশত তাঁদের দু’জনের রিপোর্টই নেগেটিভ এসেছে ৷’’

আরও পড়ুন : Mahesh Babu's brother passes away : দাদা প্রয়াত, শোকের দিনে পরিবারের থেকে দূরে করোনা আক্রান্ত মহেশ বাবু

এরপর আরও একটি ইনস্টাগ্রাম পোস্টে নিজের আইসোলেশনে কাটানো সময় নিয়েও নিজের অনুরাগীদের জানান ৷ এরই মধ্যে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে ৷ তবে, এ নিয়ে খুশির তরফে বা তাঁর বাবা বনি কাপুর, দিদি জাহ্নবির তরফে নিশ্চিত করা হয়নি ৷ তবে সূত্রের খবর, তিনি নিজেকে কোয়ারেন্টাইন করে রেখেছেন (khushi kapoor covid positive) ৷ আর তাঁরা বাবা বনি কাপুর এবং দিদি জাহ্নবি কাপুরও আলাদা রয়েছেন ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে বনি কাপুরের ছেলে অভিনেতা অর্জুন কাপুর দ্বিতীয়বার করোনা পজিটিভ হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.