ETV Bharat / sitara

'থালাইভি'-র কর্মীদের পাশে কঙ্গনা, হাতে তুলে দিলেন অর্থ সাহায্য - kangna ranaut donates to daily workers of thalaivi

'থালাইভি' ফিল্মের কর্মী ও ফিল্ম এম্পলয়িজ় ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়া (FEFSI)-র ডেইলি ওয়েজ ওয়ার্কারদের পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাওয়াত । হাতে তুলে দিলেন অর্থ সাহায্য ।

kangna ranaut donates to daily workers of thalaivi
kangna ranaut donates to daily workers of thalaivi
author img

By

Published : Apr 21, 2020, 5:28 PM IST

চেন্নাই : 'থালাইভি' ফিল্মে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত । লকডাউনের ফলে এখন বন্ধ ফিল্মের শুটিং । তাই প্রোডাকশনের সমস্ত দিনমজুর বা ডেইলি ওয়েজ ওয়ার্কারদের পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাওয়াত । 5 লক্ষ টাকা দিলেন তাঁদের সাহায্যার্থে ।

শুধু 'থালাইভি' নয়, দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য কর্মীদের নিয়েও ভাবলেন কঙ্গনা । FEFSI-এর ত্রাণ তহবিলে দিলেন 5 লক্ষ টাকা । দক্ষিণ ভারতের অনেক তাবড় তাবড় অভিনেতারাও এই ফান্ডে দান করেছেন । যেমন রজনীকান্ত দিয়েছেন 50 লক্ষ টাকা, বিজয় সেতুপতি দিয়েছেন 10 লক্ষ টাকা । দুঃসময় কোনও তারকাই ভোলেননি সেই সমস্ত অসহায় মুখগুলোকে, যাঁদের ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি অচল ।

এর আগে PM কেয়ার্স ফান্ডে 25 লক্ষ টাকা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত, রেশন পৌঁছে দিয়েছেন বি-টাউনের ফিল্ম কর্মীদের বাড়ি বাড়ি । সেই খবর সোশাল মিডিয়ায় পোস্ট করেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল । তবে রঙ্গোলির টুইটার অ্যাকাউন্ট আপাতত সাসপেন্ডেড ।

আপাতত নিজের পুরো পরিবারের সঙ্গে মানালির বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । চলছে পড়াশোনা, ওয়ার্কআউট, টুকটাক রান্না আর পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানো ।

চেন্নাই : 'থালাইভি' ফিল্মে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত । লকডাউনের ফলে এখন বন্ধ ফিল্মের শুটিং । তাই প্রোডাকশনের সমস্ত দিনমজুর বা ডেইলি ওয়েজ ওয়ার্কারদের পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাওয়াত । 5 লক্ষ টাকা দিলেন তাঁদের সাহায্যার্থে ।

শুধু 'থালাইভি' নয়, দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য কর্মীদের নিয়েও ভাবলেন কঙ্গনা । FEFSI-এর ত্রাণ তহবিলে দিলেন 5 লক্ষ টাকা । দক্ষিণ ভারতের অনেক তাবড় তাবড় অভিনেতারাও এই ফান্ডে দান করেছেন । যেমন রজনীকান্ত দিয়েছেন 50 লক্ষ টাকা, বিজয় সেতুপতি দিয়েছেন 10 লক্ষ টাকা । দুঃসময় কোনও তারকাই ভোলেননি সেই সমস্ত অসহায় মুখগুলোকে, যাঁদের ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি অচল ।

এর আগে PM কেয়ার্স ফান্ডে 25 লক্ষ টাকা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত, রেশন পৌঁছে দিয়েছেন বি-টাউনের ফিল্ম কর্মীদের বাড়ি বাড়ি । সেই খবর সোশাল মিডিয়ায় পোস্ট করেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল । তবে রঙ্গোলির টুইটার অ্যাকাউন্ট আপাতত সাসপেন্ডেড ।

আপাতত নিজের পুরো পরিবারের সঙ্গে মানালির বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । চলছে পড়াশোনা, ওয়ার্কআউট, টুকটাক রান্না আর পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানো ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.