মুম্বই : কোরোনা মোকাবিলায় আলাদা আলাদা ভাবে তো সাহায্য করেছেনই, এবার সংঘবদ্ধ ভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অরুণাভ কুমার, ভুবন বাম, প্রজাক্তা কোলি, গুরপ্রীত সিংয়ের মতো ডিজিটাল মিডিয়ার উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা । কেউ ইউটিউবর বা কেউ মিডিয়া উদ্যোগপতি ...সবাই একজোট হয়ে পাশে দাঁড়ালেন দিনমজুরদের ।
কীভাবে ? IANS-কে অরুণাভ বলেন, "এই ওয়ার্কাররা ভারতবর্ষের লাইফলাইন । আমাদের চারপাশের পরিস্থিতি নিয়ে ওদের সচেতন করাটা খুবই প্রয়োজনীয় । তবে আমরা যেসব সচেতনতামূলক মেসেজ শেয়ার করছি, প্রত্যেকটাই ইংরেজি বা হিন্দিতে । যাঁরা শুধুমাত্র আঞ্চলিক ভাষা বোঝেন, তাঁরা ট্রান্সলেশনেই হারিয়ে যাচ্ছেন বা বুঝতে পারছেন না।"
তাই এই সমস্ত মানুষদের উপযুক্ত ভাষায় ও উচ্চারণে সচেতন করার উদ্যোগ নিয়েছেন অরুণাভরা । তিনি বললেন, "তাই আমি ও আমার ক্রিয়েটর বন্ধুদের এটাই মত যে, হোয়াটস্যাপের সাহায্যে এমন ভাবে মেসেজ ছড়িয়ে দিতে হবে, যাতে ওঁরা সেটা বুঝতে পারে । আমরা ওঁদের কাছে যাবতীয় তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি । কারণ এই দেশের প্রায় 70 কোটি মানুষের অবস্থা সঙ্গীন ।"
যেসব মানুষ সোশাল মিডিয়ায় নেই তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধির এই আইডিয়া এসেছে ভুবন বামের মাথা থেকে । একই ভাবে ইউটিউবর প্রজাক্তার মত যে, গ্রাসরুট থেকে উঠে আসা মানুষদের সবার আগে পরিস্থিতিটা বোঝানো উচিত । আর সেটা আঞ্চলিক ভাষাতেই সম্ভব ।
খুব তাড়াতাড়ি সবাই একজোট হয়ে একটি ভিডিয়ো শুট করার পরিকল্পনা রয়েছে সবার । এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে #CreatorsforWorker ।