ETV Bharat / sitara

দিনমজুরদের পাশে ডিজিটাল উদ্যোগপতি, ইউটিউবররা - ভুবন বামের খবর

দিনমজুরদের পাশে দাঁড়ালেন অরুণাভ কুমার, ভুবন বাম বা গুরপ্রীত সিংয়ের মতো ইউটিউবর ও ডিজিটাল মিডিয়ার উদ্যোগপতিরা ।

Bhuman bam and other youtuber helps daily wage worker
Bhuman bam and other youtuber helps daily wage worker
author img

By

Published : Apr 9, 2020, 6:33 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় আলাদা আলাদা ভাবে তো সাহায্য করেছেনই, এবার সংঘবদ্ধ ভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অরুণাভ কুমার, ভুবন বাম, প্রজাক্তা কোলি, গুরপ্রীত সিংয়ের মতো ডিজিটাল মিডিয়ার উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা । কেউ ইউটিউবর বা কেউ মিডিয়া উদ্যোগপতি ...সবাই একজোট হয়ে পাশে দাঁড়ালেন দিনমজুরদের ।

কীভাবে ? IANS-কে অরুণাভ বলেন, "এই ওয়ার্কাররা ভারতবর্ষের লাইফলাইন । আমাদের চারপাশের পরিস্থিতি নিয়ে ওদের সচেতন করাটা খুবই প্রয়োজনীয় । তবে আমরা যেসব সচেতনতামূলক মেসেজ শেয়ার করছি, প্রত্যেকটাই ইংরেজি বা হিন্দিতে । যাঁরা শুধুমাত্র আঞ্চলিক ভাষা বোঝেন, তাঁরা ট্রান্সলেশনেই হারিয়ে যাচ্ছেন বা বুঝতে পারছেন না।"

Bhuman bam and other youtuber helps daily wage worker
অরুণাভ কুমার

তাই এই সমস্ত মানুষদের উপযুক্ত ভাষায় ও উচ্চারণে সচেতন করার উদ্যোগ নিয়েছেন অরুণাভরা । তিনি বললেন, "তাই আমি ও আমার ক্রিয়েটর বন্ধুদের এটাই মত যে, হোয়াটস্যাপের সাহায্যে এমন ভাবে মেসেজ ছড়িয়ে দিতে হবে, যাতে ওঁরা সেটা বুঝতে পারে । আমরা ওঁদের কাছে যাবতীয় তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি । কারণ এই দেশের প্রায় 70 কোটি মানুষের অবস্থা সঙ্গীন ।"

Bhuman bam and other youtuber helps daily wage worker
ভুবন বাম

যেসব মানুষ সোশাল মিডিয়ায় নেই তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধির এই আইডিয়া এসেছে ভুবন বামের মাথা থেকে । একই ভাবে ইউটিউবর প্রজাক্তার মত যে, গ্রাসরুট থেকে উঠে আসা মানুষদের সবার আগে পরিস্থিতিটা বোঝানো উচিত । আর সেটা আঞ্চলিক ভাষাতেই সম্ভব ।

Bhuman bam and other youtuber helps daily wage worker
প্রজাক্তা কোলি

খুব তাড়াতাড়ি সবাই একজোট হয়ে একটি ভিডিয়ো শুট করার পরিকল্পনা রয়েছে সবার । এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে #CreatorsforWorker ।

মুম্বই : কোরোনা মোকাবিলায় আলাদা আলাদা ভাবে তো সাহায্য করেছেনই, এবার সংঘবদ্ধ ভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অরুণাভ কুমার, ভুবন বাম, প্রজাক্তা কোলি, গুরপ্রীত সিংয়ের মতো ডিজিটাল মিডিয়ার উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা । কেউ ইউটিউবর বা কেউ মিডিয়া উদ্যোগপতি ...সবাই একজোট হয়ে পাশে দাঁড়ালেন দিনমজুরদের ।

কীভাবে ? IANS-কে অরুণাভ বলেন, "এই ওয়ার্কাররা ভারতবর্ষের লাইফলাইন । আমাদের চারপাশের পরিস্থিতি নিয়ে ওদের সচেতন করাটা খুবই প্রয়োজনীয় । তবে আমরা যেসব সচেতনতামূলক মেসেজ শেয়ার করছি, প্রত্যেকটাই ইংরেজি বা হিন্দিতে । যাঁরা শুধুমাত্র আঞ্চলিক ভাষা বোঝেন, তাঁরা ট্রান্সলেশনেই হারিয়ে যাচ্ছেন বা বুঝতে পারছেন না।"

Bhuman bam and other youtuber helps daily wage worker
অরুণাভ কুমার

তাই এই সমস্ত মানুষদের উপযুক্ত ভাষায় ও উচ্চারণে সচেতন করার উদ্যোগ নিয়েছেন অরুণাভরা । তিনি বললেন, "তাই আমি ও আমার ক্রিয়েটর বন্ধুদের এটাই মত যে, হোয়াটস্যাপের সাহায্যে এমন ভাবে মেসেজ ছড়িয়ে দিতে হবে, যাতে ওঁরা সেটা বুঝতে পারে । আমরা ওঁদের কাছে যাবতীয় তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি । কারণ এই দেশের প্রায় 70 কোটি মানুষের অবস্থা সঙ্গীন ।"

Bhuman bam and other youtuber helps daily wage worker
ভুবন বাম

যেসব মানুষ সোশাল মিডিয়ায় নেই তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধির এই আইডিয়া এসেছে ভুবন বামের মাথা থেকে । একই ভাবে ইউটিউবর প্রজাক্তার মত যে, গ্রাসরুট থেকে উঠে আসা মানুষদের সবার আগে পরিস্থিতিটা বোঝানো উচিত । আর সেটা আঞ্চলিক ভাষাতেই সম্ভব ।

Bhuman bam and other youtuber helps daily wage worker
প্রজাক্তা কোলি

খুব তাড়াতাড়ি সবাই একজোট হয়ে একটি ভিডিয়ো শুট করার পরিকল্পনা রয়েছে সবার । এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে #CreatorsforWorker ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.