মুম্বই : দেশজুড়ে বেড়ে চলা গণপিটুনির ঘটনার তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুপম রায় থেকে শুরু করে মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন শিল্পী। আজ তাঁদের আক্রমণ করে পালটা খোলা চিঠি লিখলেন ৬২ জন শিল্পী। তার মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত, প্রসূন যোশী, মধুর ভাণ্ডারকরের মতো ব্যক্তিত্বরা।
চিঠিতে বলা হয়েছে বাছাই করা কিছু বিদ্বেষের ঘটনাকে বেছে নিয়ে একটা সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করছেন কিছু ব্যক্তি। আন্তর্জাতিক স্তরে দেশকে বদনাম করার জন্য়ই ৪৯ জন শিল্পী এই কাজ করেছেন বলে অভিযোগ ৬২ জনের।
চিঠিতে আরও বলা হয়েছে যে, "জাতীয়তাবাদ ও মানবতাকে সঙ্গী করে মোদির 'ইন্ডিয়াননেস' (INDIANNESS) গড়ে তোলার চেষ্টাকে কলঙ্কিত করতেই এই উদ্যোগ।"
আরও পড়ুন : "জয় শ্রীরামের" নামে চলছে গণপিটুনি! প্রধানমন্ত্রীকে চিঠি অঞ্জন-অপর্ণা-মণিরত্নমসহ 49 শিল্পীর
৬২ জন সিগনেটরির মতে, "গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। মোদি এটা বন্ধ করার জন্য রাজ্য সরকারগুলোর সঙ্গে কথাও বলেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকেই অ্যাকশন নেওয়া হবে। যে সমস্ত মানুষের একটা সোশাল ও পাবলিক প্রোফাইল রয়েছে, তাঁদের কাছে অনুরোধ গণপিটুনির মানসিকতাকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য কিছু করুন।"
দেখে নিন সেই খোলা চিঠি...
আরও পড়ুন : প্রধানমন্ত্রীই পারেন দেশজুড়ে গণপিটুনির ঘটনা বন্ধ করতে : অপর্ণা