ইন্দোর : মার্চ মাসের 27 থেকে 29 তারিখ মধ্য়প্রদেশের ইন্দোরে IIFA অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । তবে কোরোনার বাড়তে থাকা প্রভাবে পিছিয়ে গেল বলিউডের অন্যতম প্রেস্টিজিয়াস এই শো ।
এই বিশাল অ্যাওয়ার্ড শো-কে হোস্ট করতে সম্পূর্ণ প্রস্তুত ছিল মধ্যপ্রদেশ সরকার । রাজ্যের শিল্প-সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য় বদ্ধপরিকর ছিল তারা । তার মাঝেই ঘটল এই বিপত্তি ।
ইন্দোর নগর নিগমের কমিশনার আশিস সিংয়ের সঙ্গে কথা বলল ETV ভারত । শুনে নিন বক্তব্য...
দিন দিন বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । এই COVID-19-জীবাণুর প্রকোপে আজ দেশের 30 জন মানুষ অসুস্থ । গতকালই উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে একজনের শরীরে পাওয়া গেছে কোরোনার জীবাণু ।
ভূটানেও কোরোনা ভাইরাসের প্রথম কেস পাওয়া গেছে । এখনও অবধি সারা বিশ্বজুড়ে 98 হাজার জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত । তার মধ্য়ে মারা গেছেন 3300 জন মানুষ ।
এই অবস্থায় IIFA পিছোনোর সিদ্ধান্তে খুশি দেশবাসী ।