ETV Bharat / sitara

কোরোনা আতঙ্ক : কোয়ারেন্টাইনে পাঠানো হল অনুপ জালোটাকে - Anup Jalota Corona Virus

লন্ডনে শো করে ফেরার পরই মুম্বইয়ের এক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ভজন সম্রাট অনুপ জালোটাকে । টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন অনুপ ।

Anup Jalota in quarantined
Anup Jalota in quarantined
author img

By

Published : Mar 18, 2020, 11:36 AM IST

মুম্বই : কনসার্ট করতে ইউরোপ গেছিলেন 66 বছরের অনুপ জালোটা । দেশে ফেরার পর সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের এক হোটেলে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারদের উপস্থিতিতে আইসোলেশনে রাখা হয় । নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন অনুপ ।

তিনি লিখেছেন, "BMC (বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন)-এর কর্মদক্ষতা দেখে আমি মুগ্ধ । ষাটোর্ধ্ব মানুষদের ওরা যেরকম কেয়ার দিচ্ছে, তা সত্যিই তারিফযোগ্য । লন্ডন থেকে মুম্বই ফেরার পরেই আমায় হোটেল মিরাজে নিয়ে আসা হয় । আমায় দেখতে একটা ডক্টরের টিমকে আনা হয় ।"

  • I am in awe with the Medical Care offered by BMC for passengers who are 60+. I was taken to Hotel Mirage as I landed MUM from LDN ;a team of doctors was sent to attend me. I appeal each passenger landing here to cooperate and help in controlling the further spread #COVID19india pic.twitter.com/y12ZssVyFP

    — Anup Jalota (@anupjalota) March 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে ফেরা প্রত্যেকটি মানুষকে এই পরিস্থিতিতে ডাক্তারদের সহযোগিতা করতে বললেন অনুপ । সচেতনতার মাধ্যমেই এই জীবাণুর মোকাবিলা করা যাবে বলে মনে করেন তিনি । লিখেছেন, "যারা এদেশে আসছেন তাদের প্রত্যেককে বলব যে, সহযোগিতা করুন ও #COVID19india-কে ছড়ানো থেকে প্রতিহত করুন ।"

নোভেল কোরোনা ভাইরাসের কবলে পড়ে মঙ্গলবার মারা গেছেন 475 জন । সব মিলিয়ে সারা পৃথিবী জুড়ে মৃতের সংখ্যা 7426 জন । ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

মুম্বই : কনসার্ট করতে ইউরোপ গেছিলেন 66 বছরের অনুপ জালোটা । দেশে ফেরার পর সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের এক হোটেলে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারদের উপস্থিতিতে আইসোলেশনে রাখা হয় । নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন অনুপ ।

তিনি লিখেছেন, "BMC (বৃহনমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন)-এর কর্মদক্ষতা দেখে আমি মুগ্ধ । ষাটোর্ধ্ব মানুষদের ওরা যেরকম কেয়ার দিচ্ছে, তা সত্যিই তারিফযোগ্য । লন্ডন থেকে মুম্বই ফেরার পরেই আমায় হোটেল মিরাজে নিয়ে আসা হয় । আমায় দেখতে একটা ডক্টরের টিমকে আনা হয় ।"

  • I am in awe with the Medical Care offered by BMC for passengers who are 60+. I was taken to Hotel Mirage as I landed MUM from LDN ;a team of doctors was sent to attend me. I appeal each passenger landing here to cooperate and help in controlling the further spread #COVID19india pic.twitter.com/y12ZssVyFP

    — Anup Jalota (@anupjalota) March 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে ফেরা প্রত্যেকটি মানুষকে এই পরিস্থিতিতে ডাক্তারদের সহযোগিতা করতে বললেন অনুপ । সচেতনতার মাধ্যমেই এই জীবাণুর মোকাবিলা করা যাবে বলে মনে করেন তিনি । লিখেছেন, "যারা এদেশে আসছেন তাদের প্রত্যেককে বলব যে, সহযোগিতা করুন ও #COVID19india-কে ছড়ানো থেকে প্রতিহত করুন ।"

নোভেল কোরোনা ভাইরাসের কবলে পড়ে মঙ্গলবার মারা গেছেন 475 জন । সব মিলিয়ে সারা পৃথিবী জুড়ে মৃতের সংখ্যা 7426 জন । ANI সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.