ETV Bharat / sitara

সুশান্ত মামলায় কঙ্গনাকে সমন পাঠাবে মুম্বই পুলিশ - কঙ্গনা রানাওয়াতের খবর

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় কঙ্গনা রানাওয়াতকে সমন পাঠাতে চলেছে মুম্বই পুলিশ । সুশান্তের এই দুর্ভাগ্যজনক পরিণতির কারণ জানেন বলে দাবি করেছেন কঙ্গনা । সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তলব করবে পুলিশ ।

kangna ranaut sommoned by mumbai police
kangna ranaut sommoned by mumbai police
author img

By

Published : Jul 23, 2020, 3:32 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় কঙ্গনা রানাওয়াতের স্টেটমেন্ট রেকর্ড করবে মুম্বই পুলিশ । আর সেই জন্য অভিনেত্রীকে অফিশিয়ালি সমন পাঠানো হবে খুব তাড়াতাড়ি ।

সুশান্তের মৃত্যুর পরদিনই কঙ্গনা একটি দু'মিনিটের ভিডিয়ো শেয়ার করেছিলেন । সেখানে তাঁকে বলতে শোনা যায় যে, সুশান্তের মৃত্যু কোনও আত্মহত্যা নয়, এটা একটা পরিকল্পিত খুন ।

কঙ্গনার নিশানায় ছিলেন বলিউডের তাবড় প্রযোজক ও পরিচালক । শুধু তাই নয়, বড় বড় সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধেও গলা তুলেছিলেন অভিনেত্রী । সুশান্তের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর জন্য সেই সমস্ত মিডিয়া হাউজ়গুলোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি ।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেন সুশান্তের মৃত্যু মামলায় । জানান যে, তিনি মুম্বই পুলিশের কাছে স্টেটমেন্ট রেকর্ড করতে প্রস্তুত । তাঁর অনেক কিছু বলার আছে ।

আর তাই খুব তাড়াতাড়ি কঙ্গনাকে সমন পাঠাতে চলেছে মুম্বই পুলিশ । খবর শোনা যাচ্ছে ANI সূত্রে ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় কঙ্গনা রানাওয়াতের স্টেটমেন্ট রেকর্ড করবে মুম্বই পুলিশ । আর সেই জন্য অভিনেত্রীকে অফিশিয়ালি সমন পাঠানো হবে খুব তাড়াতাড়ি ।

সুশান্তের মৃত্যুর পরদিনই কঙ্গনা একটি দু'মিনিটের ভিডিয়ো শেয়ার করেছিলেন । সেখানে তাঁকে বলতে শোনা যায় যে, সুশান্তের মৃত্যু কোনও আত্মহত্যা নয়, এটা একটা পরিকল্পিত খুন ।

কঙ্গনার নিশানায় ছিলেন বলিউডের তাবড় প্রযোজক ও পরিচালক । শুধু তাই নয়, বড় বড় সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধেও গলা তুলেছিলেন অভিনেত্রী । সুশান্তের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর জন্য সেই সমস্ত মিডিয়া হাউজ়গুলোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি ।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেন সুশান্তের মৃত্যু মামলায় । জানান যে, তিনি মুম্বই পুলিশের কাছে স্টেটমেন্ট রেকর্ড করতে প্রস্তুত । তাঁর অনেক কিছু বলার আছে ।

আর তাই খুব তাড়াতাড়ি কঙ্গনাকে সমন পাঠাতে চলেছে মুম্বই পুলিশ । খবর শোনা যাচ্ছে ANI সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.