মুম্বই : 'কুলি নম্বর ১' সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল 2 এপ্রিল । কিন্তু, আপাতত ওইদিন মুক্তি পাবে না ট্রেলার । সৌজন্যে নভেল কোরোনা ভাইরাস । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানান বরুণ ধাওয়ান নিজেই ।
ইনস্টাগ্রামের একটি লাইভ চ্যাটে একজন ভক্ত বরুণকে 'কুলি নম্বর ১' মুক্তির দিনের ব্যাপারে জিজ্ঞাসা করেন । তার উত্তরে তিনি বলেন, "2 এপ্রিল 'কুলি নম্বর ১'-এর ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু, সেটা ওইদিন হচ্ছে না । তার পরিবর্তে কবে হবে সেটা বলতে পারব না..." এই ছবিতে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । সব ঠিক থাকলে 1 মে মুক্তি পাবে ছবিটি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোরোনা আতঙ্ক এখন থাবা বসিয়েছে বিশ্বের প্রায় সব জায়গাতেই । যার জেরে বন্ধ বলিউডের একাধিক ছবির শুটিং । পিছিয়ে গিয়েছে একাধিক ছবি মুক্তির তারিখও । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আতঙ্ক গ্রাস করেছে আম জনতা থেকে শুরু করে তারকাদের । কোনও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে না তারকাদের । এমনকী, বাড়ি থেকে বের হলেও মুখে মাস্ক পরছেন তাঁরা । তার সঙ্গে স্যানিটাইজ়ার দিয়ে হাত ধোয়া তো রয়েছেই । জিম ও পার্লারেও যেতে পারছেন তাঁরা । কারণ সবই এখন বন্ধ । যার কারণে শরীর চর্চা থেকে শুরু করে ত্বকের পরিচর্যা এখন সবই চলছে বাড়িতে । এই পরিস্থিতিতে কার্যত গৃহবন্দী রয়েছেন তাঁরা ।
এদিকে কোরোনা আতঙ্কের জেরে সিনেমা হল বন্ধ হওয়ায় আপাতত পিছিয়ে গিয়েছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'-র শুটিং । 24 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । এছাড়া পিছিয়ে গিয়েছে পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুর অভিনীত ছবি 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' ছবির মুক্তিও । কাজ বন্ধ করে দিয়েছে বিভিন্ন প্রোডাকশন হাউজ়ও । কবে পরিস্থিতির উন্নতি হবে এখন সেটাই অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে চলচ্চিত্র জগতের কলাকুশলীদের কাছে ।