ETV Bharat / sitara

'পাতাল লোক'-এর জয়জয়কার, কী বললেন অনুষ্কা ? - অনুষ্কা শর্মার খবর

মাত্র পঁচিশ বছর বয়সে প্রযোজক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা শর্মা । তাঁর প্রযোজনা সংস্থা থেকে আজ অবধি এমন কোনও কাজ মুক্তি পায়নি, যেটা পাতে দেওয়া যায় না । ভালো-মন্দ মিলে সমালোচনা হয়েছে, তবে প্রত্যেকটি কাজেই নতুন ধরনের কনটেন্টকে জায়গা করে দিয়েছেন অভিনেত্রী । ভবিষ্যতে আরও নতুনত্ব দেখানোর প্রতীজ্ঞা করলেন অনুষ্কা ।

anushka sharma patal lok
anushka sharma patal lok
author img

By

Published : Dec 22, 2020, 8:14 PM IST

মুম্বই : অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থার নাম 'ক্লিন স্লেট ফিল্মস' । 'এনএইচ 10', 'পরী', 'ফিল্লোরি'-র মতো ছবির সঙ্গে OTT প্ল্যাটফর্মের 'পাতাল লোক' বা 'বুলবুল'-এর নামও জড়িয়েছে এই সংস্থার সঙ্গে । সম্প্রতি ফিল্মফেয়ারের OTT অ্যাওয়ার্ডসে জয়জয়কার 'পাতাল লোক'-এর । কথা বললেন অনুষ্কা ।

"2020 সালে অনেক ধরনের কনটেন্টে কাজ হয়েছে । তার মধ্যে ছকভাঙা কনটেন্টগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে । কারণ মানুষের চাহিদা প্রতিদিন বদলাচ্ছে । তারা নতুন জিনিস দেখতে চাইছে প্রতিদিন ।"..বললেন অনুষ্কা ।

অনুষ্কার সঙ্গে এই কর্মযজ্ঞে সঙ্গ দিচ্ছেন তাঁর ভাই কর্ণেশ শর্মা । 'পাতাল লোক'-এর জয়ে দিদির মতো ভাইও একইভাবে রোমাঞ্চিত ।

অনুষ্কা বললেন, "আমরা দু'জনেই অরিজিনাল কনটেন্ট তৈরি করার জন্য বদ্ধপরিকর । আমরা আরও রিস্ক নিতে প্রস্তুত । ছোটো থেকেই সিনেমার সঙ্গে আমাদের বন্ডিংটা এমন ।"

এরপর কোন কোন প্রজেক্ট আসছে অনুষ্কার প্রযোজনা সংস্থা থেকে ? অভিনেত্রী জানালেন যে, খুব তাড়াতাড়ি ঘোষণা হবে ।

মুম্বই : অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থার নাম 'ক্লিন স্লেট ফিল্মস' । 'এনএইচ 10', 'পরী', 'ফিল্লোরি'-র মতো ছবির সঙ্গে OTT প্ল্যাটফর্মের 'পাতাল লোক' বা 'বুলবুল'-এর নামও জড়িয়েছে এই সংস্থার সঙ্গে । সম্প্রতি ফিল্মফেয়ারের OTT অ্যাওয়ার্ডসে জয়জয়কার 'পাতাল লোক'-এর । কথা বললেন অনুষ্কা ।

"2020 সালে অনেক ধরনের কনটেন্টে কাজ হয়েছে । তার মধ্যে ছকভাঙা কনটেন্টগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে । কারণ মানুষের চাহিদা প্রতিদিন বদলাচ্ছে । তারা নতুন জিনিস দেখতে চাইছে প্রতিদিন ।"..বললেন অনুষ্কা ।

অনুষ্কার সঙ্গে এই কর্মযজ্ঞে সঙ্গ দিচ্ছেন তাঁর ভাই কর্ণেশ শর্মা । 'পাতাল লোক'-এর জয়ে দিদির মতো ভাইও একইভাবে রোমাঞ্চিত ।

অনুষ্কা বললেন, "আমরা দু'জনেই অরিজিনাল কনটেন্ট তৈরি করার জন্য বদ্ধপরিকর । আমরা আরও রিস্ক নিতে প্রস্তুত । ছোটো থেকেই সিনেমার সঙ্গে আমাদের বন্ডিংটা এমন ।"

এরপর কোন কোন প্রজেক্ট আসছে অনুষ্কার প্রযোজনা সংস্থা থেকে ? অভিনেত্রী জানালেন যে, খুব তাড়াতাড়ি ঘোষণা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.