ETV Bharat / sitara

দেশকে বাঁচাতে বেরিয়ে পড়েছেন বিদ্যুৎ জামাল ! - save the nation

কমান্ডোর ভূমিকায় দেখা গেছে বিদ্যুৎ জামালকে । তাঁর চরিত্রের নাম করণবীর সিং ডোংরা ।

ছবি
author img

By

Published : Oct 24, 2019, 3:06 PM IST

মুম্বই : গুলি, বন্দুক, বোমা ও মারপিট । 'কমান্ডো ৩'-এর পুরো ট্রেলারেই ভরপুর অ্যাকশন । আজই মুক্তি পেয়েছে ট্রেলারটি ।

কমান্ডোর ভূমিকায় দেখা গেছে বিদ্যুৎ জামালকে । তাঁর চরিত্রের নাম করণবীর সিং ডোংরা । এছাড়া তাঁর টিমে রয়েছেন আদা শর্মা ও অঙ্গিরা ধর । জঙ্গিদের হাত থেকে দেশকে বাঁচাতে বেরিয়ে পড়েছেন তাঁরা ।

গুলশনের সংলাপ দিয়ে শুরু হয়েছে ট্রেলারটি । ভারতে গৃহযুদ্ধ বাঁধাতে তৎপর তিনি । আর তাঁকে আটকাতেই নিয়োগ করা হবে বিদ্যুৎকে । দেশকে সে কীভাবে বাঁচায় সেটাই তুলে ধরা হয়েছে ছবিতে ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ট্রেলারটি শেয়ার করেছেন বিদ্যুৎ ।

2017 সালে মুক্তি পাওয়া 'কমান্ডো ২' ছবির সিকুয়েল এটি । ওই ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যুৎ জামাল ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : গুলি, বন্দুক, বোমা ও মারপিট । 'কমান্ডো ৩'-এর পুরো ট্রেলারেই ভরপুর অ্যাকশন । আজই মুক্তি পেয়েছে ট্রেলারটি ।

কমান্ডোর ভূমিকায় দেখা গেছে বিদ্যুৎ জামালকে । তাঁর চরিত্রের নাম করণবীর সিং ডোংরা । এছাড়া তাঁর টিমে রয়েছেন আদা শর্মা ও অঙ্গিরা ধর । জঙ্গিদের হাত থেকে দেশকে বাঁচাতে বেরিয়ে পড়েছেন তাঁরা ।

গুলশনের সংলাপ দিয়ে শুরু হয়েছে ট্রেলারটি । ভারতে গৃহযুদ্ধ বাঁধাতে তৎপর তিনি । আর তাঁকে আটকাতেই নিয়োগ করা হবে বিদ্যুৎকে । দেশকে সে কীভাবে বাঁচায় সেটাই তুলে ধরা হয়েছে ছবিতে ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ট্রেলারটি শেয়ার করেছেন বিদ্যুৎ ।

2017 সালে মুক্তি পাওয়া 'কমান্ডো ২' ছবির সিকুয়েল এটি । ওই ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যুৎ জামাল ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.