মুম্বই : কমেডিয়ান ভারতী সিংয়ের মুম্বইয়ের বাড়িতে NCB । ভারতী ও তাঁর স্বামী হর্ষের বিরুদ্ধে বেআইনি মাদক সেবনের অভিযোগ উঠেছে । খবরটি জানা যাচ্ছে ANI সূত্রে ।
ANI-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানানো হয়েছে, "কমেডিয়ান ভারতী সিংয়ের মুম্বইয়ের বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল বিওরোর তল্লাশি ।" দেখে নিন সেই টুইট..
-
Narcotics Control Bureau conducts a raid at the residence of comedian Bharti Singh in Mumbai: NCB#Maharashtra
— ANI (@ANI) November 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Narcotics Control Bureau conducts a raid at the residence of comedian Bharti Singh in Mumbai: NCB#Maharashtra
— ANI (@ANI) November 21, 2020Narcotics Control Bureau conducts a raid at the residence of comedian Bharti Singh in Mumbai: NCB#Maharashtra
— ANI (@ANI) November 21, 2020
কয়েকদিন আগে অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করে NCB । তারও আগে বলিউডের বিখ্যাত প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়ি থেকে তাঁর স্ত্রী শাবানা সৈয়দকে গ্রেপ্তার করা হয় । পরদিন ফিরোজকেও জিজ্ঞাসাবাদ করে NCB ।
সব মিলিয়ে বলিউড ড্রাগ চক্রকে এক্সপোজ় করতে উঠে পড়ে লেগেছে NCB । ধীরে ধীরে তাদের ব়্যাডার বড় হচ্ছে, আরও নাম জড়াচ্ছে । অনেকের ধারণা, বলিউডের একাধিক বড় মাথাও গলবে NCB-র ফাঁদে ।