মুম্বই : বলিউডের ভাইজান সলমন খান তাঁর দাবাং অভিনয়ের জন্য ভক্তদের কাছে পরিচিত । আর এর পিছনে রয়েছে 'দাবাং' ছবিতে রবিনহুড পুলিশ মানে চুলবুল পান্ডে চরিত্রটি । কিন্তু একবার ভেবে দেখুন যদি সলমন এই চরিত্রটি না করতেন তাহলে ?
একবার ভেবে দেখুন চুলবুল পান্ডের বেস্ট ডায়ালগ, "স্বাগত নেহি করোগে হামারা"... যদি সলমনের বদলে অভিনেতা রণদীপ হুড্ডা বা ইরফান খান এই সংলাপ বলতেন তাহলে কেমন হত ? সলমন ছাড়া চুলবুল পান্ডের চরিত্রে অন্য় কোনও অভিনেতাকে কল্পনাই করা যায় না ।
অবাক হলেও এটাই সত্যি যে, চুলবুল পান্ডে চরিত্রটির জন্য সলমন প্রথম পছন্দ ছিল না পরিচালকের ।
সম্প্রতি ছবির প্রযোজক আরবাজ় খান একটি সাক্ষাৎকারে এই কথাটি জানান । 'দাবাং'-এ কাস্টিংয়ের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, "অভিনব আমাকে স্ক্রিপ্ট শোনানোর পর আমি বলেছিলাম উনি আমাকে কেন এই চরিত্রটা অফার করলেন না ? কিন্তু চুলবুলের থেকে বেশি উনি আমার মধ্যে মক্ষী চরিত্রটি খুঁজে পেয়েছিলেন ।"
ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "অভিনব রণদীপ আর ইরফানকে চরিত্রটির জন্য দেখছিলেন । কিন্তু কাউকে ফাইনাল করেননি । তারপর আমি তাঁকে ছবিটি প্রযোজনার অফার দিই এবং বলি পান্ডের চরিত্রে যদি সলমনকে নেওয়া যায় । তাতে তিনি অনেক উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং তারপর সব পরপর ঠিক হয়ে যেতে থাকে ।"
এবছর ক্রিসমাসের সময় সলমন খান ও সোনাক্সী সিনহার 'দাবাং ৩' মুক্তি পাবে ।