ETV Bharat / sitara

'আংরেজ়ি মিডিয়াম'-এর পর এবার 'চাইনিজ় মিডিয়াম'? - আংরেজ়ি মিডিয়াম

বলিউডে এবার আসছে 'চাইনিজ় মিডিয়াম'। চিনে ব্যাপক সাফল্য পায় 'হিন্দি মিডিয়াম' ছবিটি । সেখান থেকেই 'চাইনিজ় মিডিয়াম' তৈরির চিন্তাভাবনা শুরু করেছেন নির্মাতা ।

ংমন
ংন
author img

By

Published : Mar 11, 2020, 7:18 PM IST

মুম্বই : 'হিন্দি মিডিয়াম' ও 'আংরেজ়ি মিডিয়াম'-এর পর এবার 'চাইনিজ় মিডিয়াম'! এ নিয়েই এখন চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন নির্মাতারা । বলিউডে কান পাতলেই এখন এই নিয়েই নানা গুঞ্জন শোনা যাচ্ছে ।

2017 সালে মুক্তি পায় 'হিন্দি মিডিয়াম' ছবিটি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এই ছবি । তারপরই 'আংরেজ়ি মিডিয়াম' ছবিটি করার চিন্তাভাবনা শুরু করেন নির্মাতা । এই ছবিও ভালোই সাফল্য পাবে বলে আশা তাঁদের । আর সেই আশা থেকে ইতিমধ্যেই পরবর্তী ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তাঁরা ।

'চাইনিজ় মিডিয়াম' তৈরি করা প্রসঙ্গে প্রযোজক দীনেশ বিজয় বলেন, "চিনে মুক্তি পেয়েছিল 'হিন্দি মিডিয়াম' ছবিটি । চিনের বক্স অফিস থেকে ভালো আয় করে এই ছবি । কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে 'আংরেজ়ি মিডিয়াম'। সেটাও বক্স অফিস থেকে ভালো আয় করবে বলে অনুমান । 'হিন্দি মিডিয়াম' চিনে মুক্তির চার সপ্তাহ পর সেখানকার একটি রেস্তোরাঁয় যাই । প্রাইভেট রুমে বসে খাচ্ছিলাম । হঠাৎই রেস্তোরাঁর এক কর্মী জানতে পারেন 'হিন্দি মিডিয়াম' প্রযোজক সেখানে উপস্থিত রয়েছেন । ছবিটি দেখার পর কী অভিজ্ঞতা হয়েছিল তা আমাকে জানান তিনি । ওই ঘটনাই আমাকে পরবর্তী ছবি নিয়ে চিন্তাভাবনা করতে বাধ্য করে ।"

তিনি আরও বলেন, "প্রথম দুটি ছবিতে আমাদের দেশের কথা বলা হয়েছে । আমাদের মতো চাইনিজ়রাও ভাষায় সমস্যায় ভোগেন । তাঁদের সন্তানদের দেশের বাইরে পড়তে পাঠান । সেখানে ভাষা সমস্যার সম্মুখীন হন তাঁরা । আর সেখান থেকেই আমার মনে হয় গোটা বিশ্বর এবার 'চাইনিজ় মিডিয়াম' দেখা দরকার ।"

'আংরেজ়ি মিডিয়াম' ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে করিনা কাপুর খান, ইরফান খান ও রাধিকা মদনকে । একজন বাবা কীভাবে মেয়ের স্বপ্ন পূরণ করেন সেটাই তুলে ধরা হবে ছবিতে । পুলিশ কর্মীর চরিত্রে দেখা যাবে করিনাকে । সব ঠিক থাকলে 13 মার্চ মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : 'হিন্দি মিডিয়াম' ও 'আংরেজ়ি মিডিয়াম'-এর পর এবার 'চাইনিজ় মিডিয়াম'! এ নিয়েই এখন চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন নির্মাতারা । বলিউডে কান পাতলেই এখন এই নিয়েই নানা গুঞ্জন শোনা যাচ্ছে ।

2017 সালে মুক্তি পায় 'হিন্দি মিডিয়াম' ছবিটি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এই ছবি । তারপরই 'আংরেজ়ি মিডিয়াম' ছবিটি করার চিন্তাভাবনা শুরু করেন নির্মাতা । এই ছবিও ভালোই সাফল্য পাবে বলে আশা তাঁদের । আর সেই আশা থেকে ইতিমধ্যেই পরবর্তী ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তাঁরা ।

'চাইনিজ় মিডিয়াম' তৈরি করা প্রসঙ্গে প্রযোজক দীনেশ বিজয় বলেন, "চিনে মুক্তি পেয়েছিল 'হিন্দি মিডিয়াম' ছবিটি । চিনের বক্স অফিস থেকে ভালো আয় করে এই ছবি । কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে 'আংরেজ়ি মিডিয়াম'। সেটাও বক্স অফিস থেকে ভালো আয় করবে বলে অনুমান । 'হিন্দি মিডিয়াম' চিনে মুক্তির চার সপ্তাহ পর সেখানকার একটি রেস্তোরাঁয় যাই । প্রাইভেট রুমে বসে খাচ্ছিলাম । হঠাৎই রেস্তোরাঁর এক কর্মী জানতে পারেন 'হিন্দি মিডিয়াম' প্রযোজক সেখানে উপস্থিত রয়েছেন । ছবিটি দেখার পর কী অভিজ্ঞতা হয়েছিল তা আমাকে জানান তিনি । ওই ঘটনাই আমাকে পরবর্তী ছবি নিয়ে চিন্তাভাবনা করতে বাধ্য করে ।"

তিনি আরও বলেন, "প্রথম দুটি ছবিতে আমাদের দেশের কথা বলা হয়েছে । আমাদের মতো চাইনিজ়রাও ভাষায় সমস্যায় ভোগেন । তাঁদের সন্তানদের দেশের বাইরে পড়তে পাঠান । সেখানে ভাষা সমস্যার সম্মুখীন হন তাঁরা । আর সেখান থেকেই আমার মনে হয় গোটা বিশ্বর এবার 'চাইনিজ় মিডিয়াম' দেখা দরকার ।"

'আংরেজ়ি মিডিয়াম' ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে করিনা কাপুর খান, ইরফান খান ও রাধিকা মদনকে । একজন বাবা কীভাবে মেয়ের স্বপ্ন পূরণ করেন সেটাই তুলে ধরা হবে ছবিতে । পুলিশ কর্মীর চরিত্রে দেখা যাবে করিনাকে । সব ঠিক থাকলে 13 মার্চ মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.