ETV Bharat / sitara

'ছপাক'-এ লক্ষ্মীর আইনজীবীকে ক্রেডিট দেওয়ার নির্দেশ নির্মাতাদের - ছপাক

ক্রেডিট না দেওয়ায় ছবি নির্মাতাদের উপর ক্ষুব্ধ হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন লক্ষ্মীর আইনজীবী অপর্ণা ভাট । ছবিতে নির্মাতাদের অপর্ণাকে ক্রেডিট দেওয়ার নির্দেশ দেয় কোর্ট ।

dfg
fg
author img

By

Published : Jan 9, 2020, 2:02 PM IST

দিল্লি : 'ছপাক'-কে তাঁকে ক্রেডিট না দেওয়ায় আজ কোর্টের দ্বারস্থ হয়েছিল লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট । দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে ছবি নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি । ছবিতে নির্মাতাদের অপর্ণাকে ক্রেডিট দেওয়ার নির্দেশ দেয় কোর্ট ।

আগামীকাল মুক্তি পাবে 'ছপাক'। তার আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ে ছবিটি । কিছুদিন আগে নিজের ক্ষোভের কথা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অপর্ণা ভাট । সেখানে তিনি জানিয়েছিলেন, অ্যাসিড হামলা হওয়ার পর লক্ষ্মীর লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি । লক্ষ্মী যাতে সুবিচার পান তার জন্য অনেক লড়াইও করেছিলেন । এত কিছুর পরও ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । আর তাই ছবি নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন ।

সেই মতো আজ সকালে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে 'ছপাক'-এর মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে একটি মামলা দায়ের করেন । আবেদনে বলেন, বহু বছর ধরে তিনি লক্ষ্মীর আইনজীবী হিসেবে কাজ করছেন । কিন্তু, ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । মামলা দায়ের হওয়ার পর শুরু শুনানি । সওয়াল জবাব শোনার পর নির্মাতাদের ছবিতে অপর্ণা ভাটকে ক্রেডিট দেওয়ার নির্দেশ দেন বিচারক ।

'ছপাক'-এ একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । তাঁর চরিত্রের নাম মালতি । একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর মুখের উপর কেউ অ্যাসিড ছুড়ে দেয় । যার কারণে তার মুখের বেশিরভাগ অংশই খারাপ হয়ে যায় । তার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে । ছবিটি পরিচালনা করেন মেঘনা গুলজ়ার । দীপিকা ছাড়াও রয়েছেন ভিক্রান্ত ম্যাসি ।

দিল্লি : 'ছপাক'-কে তাঁকে ক্রেডিট না দেওয়ায় আজ কোর্টের দ্বারস্থ হয়েছিল লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট । দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে ছবি নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি । ছবিতে নির্মাতাদের অপর্ণাকে ক্রেডিট দেওয়ার নির্দেশ দেয় কোর্ট ।

আগামীকাল মুক্তি পাবে 'ছপাক'। তার আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ে ছবিটি । কিছুদিন আগে নিজের ক্ষোভের কথা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অপর্ণা ভাট । সেখানে তিনি জানিয়েছিলেন, অ্যাসিড হামলা হওয়ার পর লক্ষ্মীর লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি । লক্ষ্মী যাতে সুবিচার পান তার জন্য অনেক লড়াইও করেছিলেন । এত কিছুর পরও ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । আর তাই ছবি নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন ।

সেই মতো আজ সকালে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে 'ছপাক'-এর মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে একটি মামলা দায়ের করেন । আবেদনে বলেন, বহু বছর ধরে তিনি লক্ষ্মীর আইনজীবী হিসেবে কাজ করছেন । কিন্তু, ছবিতে তাঁকে কোনও ক্রেডিট দেওয়া হয়নি । মামলা দায়ের হওয়ার পর শুরু শুনানি । সওয়াল জবাব শোনার পর নির্মাতাদের ছবিতে অপর্ণা ভাটকে ক্রেডিট দেওয়ার নির্দেশ দেন বিচারক ।

'ছপাক'-এ একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । তাঁর চরিত্রের নাম মালতি । একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর মুখের উপর কেউ অ্যাসিড ছুড়ে দেয় । যার কারণে তার মুখের বেশিরভাগ অংশই খারাপ হয়ে যায় । তার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে । ছবিটি পরিচালনা করেন মেঘনা গুলজ়ার । দীপিকা ছাড়াও রয়েছেন ভিক্রান্ত ম্যাসি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.