মুম্বই 16 মার্চ : অভিনেতা ইমরান হাসমির নতুন ছবি 'চেহরে'র আবার একটি পোস্টার প্রকাশ পেল ৷ অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন সেই ছবি ৷ ছবিটির ট্রেলার অবশ্য মুক্তি পাচ্ছে 18 মার্চ ৷
ছবিতে একদম নতুন রুপে ভক্তদের সামনে আসতে চলেছেন ইমরান হাসমি ৷ কালো পোশাক, রুক্ষ মুখ ও গাল ভরা দাড়ি সঙ্গে প্রশ্নবোধক চাহুনি ৷ সব মিলিয়ে ছবিটির মধ্যে দিয়ে অভিনেতা বুঝিয়ে দিয়েছেন চকোলেটি বয়ের তকমা তিনি নিজের ওপর থেকে এবার সরাচ্ছেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিটি সিনেমা হলে প্রকাশ পাবে 9 এপ্রিল ৷ নেটিজ়েনদের সামনে গতকালই প্রকাশ পেয়েছিল এই ছবির একটি পোস্টার ৷ ছবিটি শেয়ার করেছিলেন বলিউডের বিগ বি ৷এবার ইমরান হাসমিও প্রকাশ করলেন ছবির আরও একটি পোস্টার ৷
ইমরান হাসমি এই ছবিটির একটি কৌতূহলপূর্ণ সংলাপ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন ৷ সেটা অনেকটা এইরকম যে,সৎ সেই যার বেইমানি ধরা পড়েনি,আর নির্দোষ সেই যার দোষ ধরা পড়েনি ৷ এমন সংলাপ যে ছবিটির প্রতি দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে এটাতে কোনও সন্দেহ নেই ৷ তবে এখন এটাই দেখার বক্স অফিসে ছবিটি তার কতটা জাদু চালাতে পারে ৷
যদিও এখন একের পর এক চমক দিতে তৈরি এই অভিনেতা ৷ খুব শীঘ্রই ইমরান হাসমিকে দেখাযাবে আর একটি আসন্ন ছবি 'মুম্বই সাগা'তে,জন আব্রাহিমের সঙ্গে ৷