ETV Bharat / sitara

প্রকাশ্যে অমিতাভ-ইমরানের 'চেহরে'-র লুক - অমিতাভ বচ্চনের খবর

প্রকাশ্যে এল রুমি জ়াফরি পরিচালিত 'চেহরে' ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির ফার্স্ট লুক।

Chehre got a new release date
author img

By

Published : Nov 9, 2019, 2:12 PM IST

মুম্বই : দাড়িতে ঝুঁটি, মাথায় উলের টুপি, কালো ফ্রেমের চশমা নিয়ে একেবারে সিরিয়াস লুকে ধরা দিলেন অমিতাভ বচ্চন। অন্যদিকে লেদার জ্যাকেট আর ট্রিম করা দাড়িতে স্মার্ট ইমরান হাসমি। রুমি জ়াফরি পরিচালিত 'চেহরে'-র পোস্টার দর্শকের মধ্যে একটা আলাদা প্রত্যাশা তৈরি করল।

পোস্টার মুক্তির সঙ্গে জানা গেল 'চেহরে'-র মুক্তির দিন। 2020 সালের 24 এপ্রিল মুক্তি পাবে 'চেহরে'। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কৃতি খরবন্দা।

  • New release date... Amitabh Bachchan and Emraan Hashmi... #Chehre to release on 24 April 2020... Directed by Rumi Jafry... Produced by Anand Pandit Motion Pictures and Saraswati Entertainment P Ltd... Presenting the first look of the actors: pic.twitter.com/QHV2dboMpg

    — taran adarsh (@taran_adarsh) November 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বছরের 11 এপ্রিল 'চেহরে'-র ঘোষণা করেন অমিতাভ বচ্চন। ইমরান হাসমি,পরিচালক রুমি ও প্রযোজক আনন্দ পণ্ডিতের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেন।

সম্প্রতি ইন্ডাস্টিতে 50 বছর পূর্ণ করেছেন অমিতাভ। সেই বিশেষ দিনে বিশেষ পোস্ট করেছিলেন অভিনেতার ছেলে অভিষেক বচ্চন। তাঁকে শেষ দেখা গেছে সুজয় ঘোষের 'বদলা' ছবিতে। 'চেহরে' ছাড়াও অমিতাভ অভিনয় করছেন সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' ছবিতে। আর অন্যদিকে ইমরান হাসমিকে শেষ দেখা গেছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড'-এ।

মুম্বই : দাড়িতে ঝুঁটি, মাথায় উলের টুপি, কালো ফ্রেমের চশমা নিয়ে একেবারে সিরিয়াস লুকে ধরা দিলেন অমিতাভ বচ্চন। অন্যদিকে লেদার জ্যাকেট আর ট্রিম করা দাড়িতে স্মার্ট ইমরান হাসমি। রুমি জ়াফরি পরিচালিত 'চেহরে'-র পোস্টার দর্শকের মধ্যে একটা আলাদা প্রত্যাশা তৈরি করল।

পোস্টার মুক্তির সঙ্গে জানা গেল 'চেহরে'-র মুক্তির দিন। 2020 সালের 24 এপ্রিল মুক্তি পাবে 'চেহরে'। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কৃতি খরবন্দা।

  • New release date... Amitabh Bachchan and Emraan Hashmi... #Chehre to release on 24 April 2020... Directed by Rumi Jafry... Produced by Anand Pandit Motion Pictures and Saraswati Entertainment P Ltd... Presenting the first look of the actors: pic.twitter.com/QHV2dboMpg

    — taran adarsh (@taran_adarsh) November 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বছরের 11 এপ্রিল 'চেহরে'-র ঘোষণা করেন অমিতাভ বচ্চন। ইমরান হাসমি,পরিচালক রুমি ও প্রযোজক আনন্দ পণ্ডিতের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেন।

সম্প্রতি ইন্ডাস্টিতে 50 বছর পূর্ণ করেছেন অমিতাভ। সেই বিশেষ দিনে বিশেষ পোস্ট করেছিলেন অভিনেতার ছেলে অভিষেক বচ্চন। তাঁকে শেষ দেখা গেছে সুজয় ঘোষের 'বদলা' ছবিতে। 'চেহরে' ছাড়াও অমিতাভ অভিনয় করছেন সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' ছবিতে। আর অন্যদিকে ইমরান হাসমিকে শেষ দেখা গেছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড'-এ।

Intro:Body:

প্রকাশ্যে অমিতাভ ও ইমরানের 'চেহরে'-র লুক



প্রকাশ্যে এল রুমি জ়াফরি পরিচালিত 'চেহরে' ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির ফার্স্ট লুক।



মুম্বই : দাড়িতে ঝুঁটি, মাথায় উলের টুপি, কালো ফ্রেমের চশমা নিয়ে একেবারে সিরিয়াস লুকে ধরা দিলেন অমিতাভ বচ্চন। অন্যদিকে লেদার জ্যাকেট আর ট্রিম করা দাড়িতে স্মার্ট ইমরান হাসমি। রুমি জ়াফরি পরিচালিত 'চেহড়ে'-র পোস্টার দর্শকের মধ্যে একটা আলাদা প্রত্যাশা তৈরি করল।



পোস্টার মুক্তির সঙ্গে জানা গেল 'চেহড়ে'-র মুক্তির দিন। 2020 সালের 24 এপ্রিল মুক্তি পাবে 'চেহড়ে'। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কৃতি খরবন্দা।



এই বছরের 11 এপ্রিল 'চেহড়ে'-র ঘোষণা করেন অমিতাভ বচ্চন। ইমরান হাসমি,পরিচালক রুমি ও প্রযোজক আনন্দ পণ্ডিতের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেন।



সম্প্রতি ইন্ডাস্টিতে 50 বছর পূর্ণ করেছেন অমিতাভ। সেই বিশেষ দিনে বিশেষ পোস্ট করেছিলেন অভিনেতার ছেলে অভিষেক বচ্চন। তাঁকে শেষ দেখা গেছে সুজয় ঘোষের 'বদলা' ছবিতে। 'চেহড়ে' ছাড়াও অমিতাভ অভিনয় করছেন সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' ছবিতে। আর অন্যদিকে ইমরান হাসমিকে শেষ দেখা গেছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ় 'বার্ড অফ ব্লাড'-এ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.