ETV Bharat / sitara

কঙ্গনার নিশানায় এবার আয়ুষ্মান, "পরজীবী" বলে তোপ অভিনেতাকে - আয়ুষ্মান খুরানার খবর

কঙ্গনা রানাওয়াতের নিশানায় এবার আয়ুষ্মান খুরানা । বলিউডের প্রথম সারির এই অভিনেতাকে "পরজীবী" বলে তোপ কঙ্গনার ।

Kangna Ranaut slams Ayushamnn khurana
Kangna Ranaut slams Ayushamnn khurana
author img

By

Published : Aug 10, 2020, 1:35 PM IST

মুম্বই : সুশান্তের জন্য জাস্টিসের দাবিতে ইন্ডাস্ট্রির কাউকে ছেড়ে কথা বলছেন না কঙ্গনা রানাওয়াত । সুশান্তের সঙ্গে সম্পর্কিত নন এমন অনেককেই নিশানা করছেন অভিনেত্রী । ঠিক যেমন করলেন আয়ুষ্মান খুরানার ক্ষেত্রে । অভিনেতাকে তকমা দিলেন "পরজীবী"-র ।

অভিনেতা এবং নিজেকে ফিল্ম ক্রিটিক হিসেবে দাবি করা কমাল রশিদ খান একটি পোস্ট করে আয়ুষ্মানকে নিয়ে । লেখেন, "রিয়া চক্রবর্তীকে সমর্থন করার তিনটি কারণ ছিল আয়ুষ্মানের ।" কী কী সেই কারণ ?

কমালের মতে, ১. আয়ুষ্মানকে বলিউডে টিকে থাকতে হবে যে কোনও ভাবে । ২. আয়ুষ্মান যশরাজ প্রোডাকশনের অভিনেতা । ৩. সুশান্ত সিং রাজপুত ছিলেন আয়ুষ্মানের বড় প্রতিদ্বন্দ্বী ।

কমালের এই পোস্টের উত্তর হিসেবে কঙ্গনার টিম লেখে, "পরজীবী আউটসাইডার, এভাবেই মাফিয়াদের সমর্থন করে আসে । কারণ তারা মধ্যমেধা সম্পন্ন, টিকে থাকার জন্য তাদের আর কিছু করার নেই ।"

Kangna Ranaut slams Ayushamnn khurana
সৌজন্যে টুইটার

কঙ্গনার এই পোস্ট দেখে বেজায় চটেছে নেটিজেনরা । কারণ আয়ুষ্মান এতদিনে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন । তিনি বুঝিয়ে দিয়েছেন যে কত বড় মাপের অভিনেতা তিনি, পেয়েছেন জাতীয় পুরস্কারও । তারপর কঙ্গনার এই অভিযোগ খুবই ভিত্তিহীন, মনে করছেন সোশাল মিডিয়া ইউজ়াররা ।

মুম্বই : সুশান্তের জন্য জাস্টিসের দাবিতে ইন্ডাস্ট্রির কাউকে ছেড়ে কথা বলছেন না কঙ্গনা রানাওয়াত । সুশান্তের সঙ্গে সম্পর্কিত নন এমন অনেককেই নিশানা করছেন অভিনেত্রী । ঠিক যেমন করলেন আয়ুষ্মান খুরানার ক্ষেত্রে । অভিনেতাকে তকমা দিলেন "পরজীবী"-র ।

অভিনেতা এবং নিজেকে ফিল্ম ক্রিটিক হিসেবে দাবি করা কমাল রশিদ খান একটি পোস্ট করে আয়ুষ্মানকে নিয়ে । লেখেন, "রিয়া চক্রবর্তীকে সমর্থন করার তিনটি কারণ ছিল আয়ুষ্মানের ।" কী কী সেই কারণ ?

কমালের মতে, ১. আয়ুষ্মানকে বলিউডে টিকে থাকতে হবে যে কোনও ভাবে । ২. আয়ুষ্মান যশরাজ প্রোডাকশনের অভিনেতা । ৩. সুশান্ত সিং রাজপুত ছিলেন আয়ুষ্মানের বড় প্রতিদ্বন্দ্বী ।

কমালের এই পোস্টের উত্তর হিসেবে কঙ্গনার টিম লেখে, "পরজীবী আউটসাইডার, এভাবেই মাফিয়াদের সমর্থন করে আসে । কারণ তারা মধ্যমেধা সম্পন্ন, টিকে থাকার জন্য তাদের আর কিছু করার নেই ।"

Kangna Ranaut slams Ayushamnn khurana
সৌজন্যে টুইটার

কঙ্গনার এই পোস্ট দেখে বেজায় চটেছে নেটিজেনরা । কারণ আয়ুষ্মান এতদিনে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন । তিনি বুঝিয়ে দিয়েছেন যে কত বড় মাপের অভিনেতা তিনি, পেয়েছেন জাতীয় পুরস্কারও । তারপর কঙ্গনার এই অভিযোগ খুবই ভিত্তিহীন, মনে করছেন সোশাল মিডিয়া ইউজ়াররা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.