ETV Bharat / sitara

'চণ্ডীগড় করে আশিকি'-তে বাণীর চরিত্রের সঙ্গে পরিচয় করালেন পরিচালক - Vaani Kapoor as Maanvi

ছবিতে বাণীর চরিত্রের নাম মানভী । আর সেট থেকেই বাণীর মানভী লুকের ছবি পোস্ট করেন অভিষেক । সেখানে বাণীকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে ।

asd
asd
author img

By

Published : Nov 24, 2020, 2:21 PM IST

মুম্বই : পরবর্তী ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে । ছবির নাম 'চণ্ডীগড় করে আশিকি'। ইতিমধ্যে চণ্ডীগড়ে ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তাঁরা দু'জনেই । আর আজ ছবিতে বাণীর চরিত্রর সঙ্গে সবার পরিচয় করে দিলেন পরিচালক অভিষেক কাপুর ।

ছবিতে বাণীর চরিত্রের নাম মানভী । আর সেট থেকেই বাণীর মানভী লুকের ছবি পোস্ট করেন অভিষেক । সেখানে বাণীকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে ।

এরপর ওই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন বাণী । তিনি লেখেন, "এই পোস্ট আমার কাছে খুবই স্পেশাল...তোমার ছবিতে মানভী হতে পেরে আমি কৃতজ্ঞ ।"

আর বাণীর পোস্ট করা ছবিতে একে একে কমেন্ট করতে শুরু করেন একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন হৃত্বিক রোশন, আয়ুষ্মান ও তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ ।

তবে 'চণ্ডীগড় করে আশিকি' ছাড়াও এই মুহূর্তে বাণীর হাতে 'শামসেরা' ও 'বেল বটম'-এর মতো ছবি রয়েছে । 'শামসেরা'-তে রণবীর কাপুর ও সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আর 'বেল বটম'-এ অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে । লকডাউনের পর এই ছবির শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে যান তিনি ।

মুম্বই : পরবর্তী ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে । ছবির নাম 'চণ্ডীগড় করে আশিকি'। ইতিমধ্যে চণ্ডীগড়ে ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তাঁরা দু'জনেই । আর আজ ছবিতে বাণীর চরিত্রর সঙ্গে সবার পরিচয় করে দিলেন পরিচালক অভিষেক কাপুর ।

ছবিতে বাণীর চরিত্রের নাম মানভী । আর সেট থেকেই বাণীর মানভী লুকের ছবি পোস্ট করেন অভিষেক । সেখানে বাণীকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে ।

এরপর ওই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন বাণী । তিনি লেখেন, "এই পোস্ট আমার কাছে খুবই স্পেশাল...তোমার ছবিতে মানভী হতে পেরে আমি কৃতজ্ঞ ।"

আর বাণীর পোস্ট করা ছবিতে একে একে কমেন্ট করতে শুরু করেন একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন হৃত্বিক রোশন, আয়ুষ্মান ও তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ ।

তবে 'চণ্ডীগড় করে আশিকি' ছাড়াও এই মুহূর্তে বাণীর হাতে 'শামসেরা' ও 'বেল বটম'-এর মতো ছবি রয়েছে । 'শামসেরা'-তে রণবীর কাপুর ও সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আর 'বেল বটম'-এ অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে । লকডাউনের পর এই ছবির শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে যান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.